পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। ৩২১ করিল, ভাল কৰ্ম্মের নিমিত্তে নহে, কিন্তু তুমি মানুষ আপনাকে ঈশ্বর করিয়া ঈশ্বরের নিন্দ করিতেছ, এই , ৩৪ জন্যে তোমাকে প্রস্তরণঘাত করি । তখন যীশু উত্তর করিলেন, “ আমি কহিলাম, তোমরা ঈশ্বরগণ,” এই ৩৫ বচন তোমাদের শাস্ত্রে কি লিখিত নাই ? অতএব যাহাদের নিকটে ঈশ্বরের কথা উপস্থিত হইয়াছিল, তাহদিগকে যদি ঈশ্বরগণ বলা যায়, এবং ধৰ্ম্মগ্রন্থের অন্য৩৬ খ হইতে না পারে ; তবে ‘আমি ঈশ্বরের পুত্র, এমন কথা কহাতে তোমরা পিতার অভিষিক্ত ও জগতে প্রেরিত ব্যক্তিকে কি প্রকারে ঈশ্বরনিন্দক করিয়া বল ? ৩৭ অ্যাপন পিতার কৰ্ম্ম যদি না করি, তবে অামাতে প্রত্যয় ৩৮ করিও না ; কিন্তু যদি করি, তবে অামাতে প্রত্যয় না করিলেও কাৰ্য্যেতে প্রত্যয় কর ; তাহাতে পিতা যে অণমাতে আছেন এবং আমি যে পিতাতে আছি, ইহা জ্ঞাত হইয়। বিশ্বাস করিব ৷ - - ৩৯ তখন তাহারা পুনর্বার তাহাকে ধরিতে চেষ্টা করিল, ৪০ কিন্তু তিনি তাহদের হস্তহইতে উৰ্ত্তীর্ণ হইয়। তার বার যর্দন নদীর পারে, যে স্থানে যোহন পূর্বে বাপ্তাইজ ৪ ১ করিয়াছিল, সেই স্থানে গিয়া বাস করিলেন । তাহাতে অনেকে র্তাহার নিকটে আসিয়া কহিল, যোহন কোন আশ্চৰ্য্য কৰ্ম্ম করিল না, কিন্তু এ ব্যক্তির বিষয়ে যোহন ৪২ যে২ কথা কহিয়াছিল, সে সকলি সত্য । আর সে স্থা নে অনেকে র্তাহাতে বিশ্বাস করিল ৷ ১১ অধ্যায় । ১ ইলিয়াসরের পীড়িত হওন ৭ ও তাহার কাছে খ্রীষ্টের গমন ১৭ ও তাহার ভগিনীদের সহিত গ্রীষ্টের কথোপকথন ও তাহার উত্থাপন করণ ৪৭ ও মহাযাজক ও ফিরশিদের বিপক্ষত করণ ৫৫ ও নিস্তার পূৰ্ব্বে তাহাকে ধরিতে চেষ্টা করণ । - 321