পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। א אסא"( ১৩ শিষ্যের। কহিল, হে গুরো, সে যদি নিদ্রিত হইয়া থাকে, ১ ৪ তবে ভালই । তখন যীশু স্পষ্টৰূপে তাহাদিগকে ক১৫ ছিলেন, ইলিয়াসর মরিয়াছে ; কিন্তু তোমরা যেন প্র ত্যয় কর, এই জন্যে আমি সে স্থানে না থাকাতে তোমাদের নিমিত্তে আহল্লাদিত হইলাম ; তথাপি অ|১৬ ইস, তাহার নিকটে যাই । তখন থোম অর্থাৎ দিদুমঃ সঙ্গি শিষ্যদিগকে কহিল, চল, আমরাও যাইয়। র্তাহার সঙ্গে মরি । ১৭ তদনন্তর যীশু তথায় উপস্থিত হইলে পর, ইলিয়াসর চারি দিবস হইল কবরে অাছে, এই সংবাদ শুনিলেন । ১৮ অণর বৈথনিয়। ঘিন্ধশালমের নিকটস্থ, কেবল এই ক্রো১৯ শমাত্র দূর প্রযুক্ত অনেক যিহুদীয়ের মর্থকে এবং মরিয়মকে ভ্রাতৃশোক সান্থনা করিতে তাহাদের নিকটে ২০ অগসিয়াছিল । মর্থ যীশুর আগমন সংবাদ পাইবামাত্র গিয়া তাহার সহিত সাক্ষাৎ করিল, কিন্তু মরিয়ম গৃ২১ হেতে বসিয়া রহিল । তখন মর্থ যীশুকে কহিল, হে প্রভো, আপনি যদি এ স্থানে থাকিতেন, তবে আ২২ মার ভ্রাত। মরিত না । কিন্তু এখনও ঈশ্বরের কাছে যাহা প্রার্থনা করিবেন, ঈশ্বর তোমাকে তাহ দিবেন, ২৩ ইহা জানি। যীশু কহিলেন, তোমার ভ্রাত উঠিবে। ২৪ মর্থ কহিল, সে শেষদিবসে উত্থান সময়ে উঠিবে, তাহ। ২৫ জানি । তখন যীশু কহিলেন, আমিই উত্থানের ও জীবনের কৰ্ত্ত । যে কেহ আমাতে বিশ্বাস করে, সে মৃত ২৬ হইয়াও বঁচিবে; এবং যে কেহ জীবিত হইয়। আমাতে বিশ্বাস করে, সে কখনো মরিবে না ; এই কথাতে কি ২৭ বিশ্বাস কর ? সে কহিল, হঁ। প্রভো, যাহার অবতার হওনের অপেক্ষ ছিল, আপনি ঈশ্বরের সেই অভিষিক্ত 323