পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায়।] যোহনলিখিত সুসমাচার। \יס G ৪ • দিন হইল কবরে আছে । তখন র্যীশু কহিলেন, যদি বিশ্বাস কর, তবে ঈশ্বরের মহিম। প্রকাশ দেখিতে ৪১ পাইবা, এ কথ। কি তোমাকে কহি নাই ? তখন মৃত ব্যক্তির কবরহইতে প্রস্তর সরাইলে যীশু উদ্ধৃদৃষ্টি করিয়া কহিলেন, হে পিতঃ, আমার নিবেদন শুনিয়াছ, ৪২ এই জন্যে তোমার ধন্যবাদ করি । তার সতত শুনিয়া থাক, তাহাও আমি জানি ; কিন্তু তুমি যে আমাকে প্রেরণ করিয়াছ, ইহা যেন এই স্থানে উপস্থিত লোকেরা বিশ্বাস করে, তন্নিমিত্তে এই কথা কহিলাম । ৪৩ এই কথ। কহিয়। তিনি উচ্চৈঃস্বরে ডাকিলেন, হে ই৪ ৪ লিয়াসর, বাহিরে আইস ! তাহাতে সে মৃত লোক কবরবস্ত্রে বদ্ধহস্তপাদ এবং গাত্রমার্জনীতে বদ্ধমুখ হইয় বাহিরে তাইল । যীশু কহিলেন, বন্ধন সকল মুক্ত ক৪৫ রিয়৷ ইহাকে ছাড়িয়া দেও । তখন মরিয়মের নিকটে আসিয়াছিল যে যিহুদীয় লোকেরা, যীশুর এই কৰ্ম্ম ৪৬ দেখিয় তাহদের অনেকে বিশ্বাস করিল ; কিন্তু অন্য কেহ২ ফিন্ধশিদের নিকটে গিয়া যীশুর এই কৰ্ম্মের সংবাদ দিল । - - ৪৭ পরে প্রধান যাজকেরা এবং ফিন্ধশিবর্গ মহাসভা করিয়া বলিল, আমরা কি করিতেছি ? এ মনুষ্য অনেক২ ৪৮ আশ্চৰ্য্য কৰ্ম্ম করিতেছে ; যদি তাহাকে থাকিতে দি, তবে তাবৎ লোকই তাহাতে বিশ্বাস করিবে ; এবং রোমীয় লোকেরা আসিয়৷ এই ধৰ্ম্মধামের সহিত অামা৪ ৯ দের রাজ্য উচ্ছিন্ন করিবে । তখন তাহদের মধ্যে কিয়ফা নামে যে ব্যক্তি সেই বৎসরে মহাযাজকের পদে নিযুক্ত ছিল, সে উত্তর করিল, তোমরা কিছুই বুঝ না; ৫ - এই জাতীয় সকলের বিনাশ অপেক্ষ বরঞ্চ সমস্ত লো325