পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৩ যোহনলিখিত সুসমাচার। [১১ অধ্যায় । কের নিমিত্তে এক জনের মরণ আমাদের মঙ্গল, ইছ বিবেচনাও কর না । এই কথা সে নিজ বুদ্ধিতে বলিল তাহা নয় ; কিন্তু যীশু যে ঐ দেশীয়দের নিমিত্তে মরিবেন, আর কেবল তাহদের নিমিত্তে নয়, কিন্তু দিগ্‌ বিদিগ ছিন্নভিন্ন ঈশ্বরের সন্তানদিগকে একত্র করিয়৷ এক জাতি করিবেন, তন্নিমিত্তেও মরিবেন, সেই বৎসরে মহাযাজকপদে নিযুক্ত হইয়। এই ভবিষ্যদ্বাক্য কহিল । তদিনবিধি কি প্রকারে তাহাকে বধ করিতে পারে, তাহার এই পরামর্শ করিতে লাগিল । অতএব যীশু যিহুদীয়দের মধ্যে প্রকাশ ৰূপে আর গতায়াত না করিয়া তথাহইতে প্রান্তরের নিকটবর্তি প্রদেশের ইফুয়িম নামক নগরে গিয়া শিষ্যদের সহিত কণল যাপন করিতে লাগিলেন । পরে যিহুদীয়দের নিস্তারপর্ব সন্নিকট হইলে ঐ পর্বের পর্বে আপনাদিগকে শুচি করিবার জন্যে অনেকে e、 পল্লীগ্রামহইতে যিৰূশালমে আইল, এবং যীশুর অন্বেষণ করিয়া মন্দিরে দণ্ডায়মান হইয়া পরস্পর কহিল, তোমাদের কেমন বোধ হয়, তিনি কি এই পর্বে আসিবেন না ? অার তিনি কোথায় আছেন, তাহ। যদি কেহ জানে, তবে দেখাইয়া দিউক, প্রধান যাজকের ও ফিৰশিবগ তাহাকে ধরিবার নিমিত্তে পূর্বে এই আজ্ঞা প্রচার করিয়াছিল ৷ ১২ অধ্যায়। ১ মরিয়মৰ্দ্ধার যীশুর চরণে তৈল মদন ৯ ও ইলিয়াসরকে দেখিতে বহু লোকের আগমন ১২ ও ফিকশালমে খ্রীষ্টের প্রবেশ ২০ ও খ্রীষ্টের নিকটে অন্যদেশীয় লোকদের আগমন ২৭ ও গ্রীষ্টের আপন মৃত্যু ভোগের ভবিষ্যদ্বাক্য ৩৭ ও অল্প লোকের বিশ্বাস করণ ৪৪ ও গ্রীষ্টের উপদেশ কথা । 326 (t ) & R. ○ Nう (? 8 Go Go ( Se С а