পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোহনলিখিত সুসমাচার । [১২ অধ্যায় । "ל למא অনন্তর যীশু যিৰূশালম নগরে অাসিতেছেন, এই সং- ১২ বাদ পাইয়। পর্বে আগত অনেক লোক পরদিবসে খ- ১ ৩ জর্জর পত্রাদি অানিয় তাহার সহিত সাক্ষাৎ করণার্থে বাহিরে অগসিয়া উচ্চৈঃস্বরে এই কথা কহিতে লাগিল, জয়২ হউক ইসায়েলের যে রাজা পরমেশ্বরের নামে আসিতেছেন, তিনি ধন্য । তখন “হে সিয়েশনের কন্যে, ১ ৪ “ ভয় করিও না, দেখ, তোমার রাজা গর্দভীর শাব“কাৰূঢ় হইয়া আসিবেন,” এই শাস্ত্রীয় বচনানুসারে ১৫ যীশু এক যুব গর্দভকে পাইয়। তদুপরি বসিলেন । এই ১৬ ঘটনার তাৎপৰ্য্য শিষ্যগণ প্রথমে বুঝিল না, কিন্তু যীশু মহিমা প্রাপ্ত হইলে পর, এই কথা যে র্ত হার বিষয়ে লিখিত ছিল, এবং লোকেরা তাহার প্রতি এই কৰ্ম্ম করিয়াছিল, ইছ। তাহাদের স্মরণে হইল । আর তিনি ই- ১৭ লিয়াসরকে কবরহইতে আসিতে ডাকিলেন ও কবরহইতে উত্থান করাইলেন, যে২ লোক র্তাহার সঙ্গে ছিল, তাহারা তদ্বিষয়ে সাক্ষ্য দিতে লাগিল । এবং তিনি এ- ১৮ মন অদ্ভুত কৰ্ম্ম করিয়াছিলেন, তাহ শুনিয়া (অন্য) লোকেরা তাহার সহিত সাক্ষাৎ করিতে আইল । তাহাতে ১৯ ফিৰশিরা পরস্পর কহিতে লাগিল, তোমাদের তাবৎ চেষ্টা বৃথা হইতেছে, তাহা কি তোমরা বুঝ না ? দেখ, জগৎসংসার তাহার পশ্চাদ্বন্ত্ৰী হইল । অপর ভজনা করণার্থে পর্বে আগত লোকদের মধ্যে ২ • কএক জন অন্যদেশীয় ছিল ; তাহারা গালীলীয় বৈৎ- ২১ সৈদ নিবাসি ফিলিপের নিকটে আসিয়া কহিল, হে মহাশয়, আমরা যীশুকে দেখিতে বাঞ্ছা করি । তাহ– ২২ তে ফিলিপ যাইয়। অান্দ্রিয়কে কহিল ; পরে অণন্দিয় ও ফিলিপ যীশুকে সংবাদ দিল । তখন র্যীশু উত্তর ২৩ 328