পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। ৩২৯ করিলেন, মনুষ্যপুত্রের মহিমা প্রাপ্ত হওনের সময় উপ২৪ স্থিত হইল । আমি তোমাদিগকে অতি যথার্থ কহিতেছি, ধান্যের এক বীজ মৃত্তিকায় পড়িয় যদি না মরে, তবে সে একমাত্র থাকে, কিন্তু যদি মরে, তবে বহুগুণ ২৫ ফল ধরে । যে জন আপন প্রাণকে প্রিয় জ্ঞান করে, সে তাহা হারাইবে ; কিন্তু যে জন ইহলোকে আপন প্রাণকে অপ্রিয় জ্ঞান করে, সে অনন্ত পরমায়ু পাই২৬ তে তাহ রক্ষণ করিবে । কেহ যদি আমার সেবক হইতে বাঞ্ছা করে, তবে সে আমার পশ্চাদগামী হউক ; তাহাতে আমি যে স্থানে থাকি, আমার সেবকও সেই স্থানে থাকিবে ; এবং যে জন আমার সেবা করে, আমার পিতাও তাহার সন্তুম করবেন । ২৭ সম্প্রতি আমার প্রাণ ব্যাকুল হইতেছে, অতএব হে পিতঃ, এই সময়হইতে আমাকে রক্ষা কর, আমি কি ইহা কহিব ? কিন্তু আমি এই সময়ের নিমিত্তে অবতীর্ণ ২৮ হইয়াছি । হে পিতঃ, আপন নামের মহিমা প্রকাশ কর । তাহাতে ‘ অামি আপন নামের মহিমা প্রকাশ করিয়াছি, পুনর্বারও প্রকাশ করিব, সে সময়ে এই ২৯ ৰূপ আকাশবাণী হইল । তাহ শুনিয়া দণ্ডায়মান লোকদের কেছ২ বলি ল, মেঘগৰ্জ্জন হইল ; আর কেহ২ ৩• বলিল, স্বর্গদূত ইহঁর সহিত কথা কহিল । তখন যীশু উত্তর করিলেন, আমার নিমিত্তে ঐ শব্দ হইল না ; ৩১ তোমাদের জন্যেই হইল । এখন এ জগতের বিচার সম্পন্ন হইতেছে, এখন এই জগৎপতি রাজ্যচ্যুত হই৩২ তেছে । আর ভূমিহইতে উৰ্দ্ধে উথাপিত হইলে আমি সমস্ত মনুষ্যকেই আপনার নিকটে আকর্ষণ করিব ৷ ৩৩ কি প্রকারে তাহার মৃত্যু হইবে, তাহ বঝাইবার নি329