পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 3 মথিলিখিত সুসমাচার। [৯ অধ্যায়। অনিল ; তাহাতে যীশু তাহদের এই ৰূপ বিশ্বাস দেখিয়া ঐ পক্ষাঘাতিকে কহিলেন, হে বৎস, সুস্থির হও, তোমার পাপ ক্ষম হইল। ঐ কথা শুনিয়া কএক অধ্যাপক মনে২ কহিল, এই মনুষ্য ঈশ্বর নিন্দ করিতেছে । তাহাতে যীশু তাহদের এমন চিন্তা বুঝিয়া কহিলেন, তোমরা কেন মনেথ এমন কুচিন্তা করিতেছ? তোমার পাপ ক্ষম হইল, কিম্বা তুমি উঠিয়া চল, এই দুইয়ের মধ্যে কোন কথা বলা সহজ ? কিন্তু পৃথিবীতে পাপমার্জন করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পার, (এই জন্যে তিনি সেই পক্ষাঘাতিকে কহিলেন,) উঠ, আপনার শয্যা লইয়া গৃহে গমন কর । তাহাতে সে তৎক্ষণাৎ উঠিয়া আপন গৃহে প্রস্থান করিল। লোক সকল এৰূপ দেখিয়া আশ্চৰ্য্য জ্ঞান করিল, আর ঈশ্বর মনুষ্যেতে এমন ক্ষমত দিয়াছেন, এই জন্যে র্তাহার ধন্যবাদ করিল ৷ অনন্তর যীশু সে স্থামহইতে যাইতেই করসঞ্চয়স্থানে উপবিষ্ট মথি নামে এক জনকে দেখিয় তাহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইস ; তাহাতে সে উঠিয় তাহার পশ্চাৎ গমন করিল ৷ পরে যীশু গৃহমধ্যে ভোজন করিতে বসিলে অনেক২ করসঞ্চয়কারী ও পাপি লোক আসিয়া তাহার এবং শিষ্যগণের সহিত বসিল । ফিৰূশিরা তাহ দেখিয় তাহার শিষ্যদিগকে কহিল, তোমাদের গুরু কি নিমিত্তে করসঞ্চয়কারি ও পাপিবর্গের সহিত ভোজন করেন ? যীশু তাহা শুনিয়া তাহাদিগকে উত্তর করিলেন, সুস্থ লোকদের চিকিৎসকেতে প্রয়োজন নাই, কিন্তু অসুস্থ লোক দেরই প্রয়োজন আছে । অতএব তোমরা যাইয়া এই 24 NL 8 > o. > X > R > N○