পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N)○● যোহনলিখিত সুসমাচার। [১২ অধ্যায় । মিত্তে তিনি এই কথা কহিলেন । তখন লোকের ক- ৩৪ ছিল, আমরা ব্যবস্থাগ্রন্থে এই শিক্ষা পাইয়াছি, অতিষিক্ত ত্ৰাতা সৰ্ব্বদা থাকেন; তবে মনুষ্যপুত্রকে উত্থাপিত হইতে হইবে, এমন কথা কি প্রকারে বলিতেছ? এই মনুষ্যপুত্র কে? তখন যীশু কহিলেন, তোমাদের ৩৫ সঙ্গে তার অলপ দিন জ্যোতিঃ অাছে ; যেন অন্ধকার তোমাদিগকে আচ্ছন্ন না করে, এই জন্যে যাবৎ জ্যোতিঃ তোমাদের সঙ্গে থাকে, তাবৎ গমন কর ; যে জন অন্ধকারে গমন করে, সে কোথায় যায় তাহা জানে না । অতএব যে পৰ্যন্ত তোমাদের নিকটে জ্যোতিঃ ৩৬ আছে, তাবৎ কালে জ্যোতির সন্তান হইবার জন্যে জ্যোতিতে বিশ্বাস কর । এই কথা বলিয়া যীশু প্রস্থান করিয়া তাহদের হইতে আপনাকে গুপ্ত করিলেন । তিনি যদ্যপি তাহদের সাক্ষাতে এত আশ্চৰ্য্য কৰ্ম্ম ৩৭ করিয়াছিলেন, তথাচ তাহারা তাহাকে প্রত্যয় করিল না । অতএব “হে পরমেশ্বর, অামাদের সংবাদ শুনিয়া ৩৮ “কে প্রত্যয় করিল ? এবং পরমেশ্বরের হস্ত কাহার “প্রতি প্রকাশিত হইল ?” যিশয়িয় ভবিষ্যদ্বক্তৃকর্তৃক এই যে কথা উক্ত ছিল, তাহ তখন সফল হইল । আর ৩৯ তাহারা যে কারণে প্রত্যয় করিতে পারিল না, তদ্বিষয়ে যিশরিয় ভবিষ্যদ্বক্তা আরও কহিয়াছিল ; যথা “ তাহার ৪ • “চক্ষুতে দেখিয়া ও অন্তঃকরণে বুঝিয় মন ফিরাইলে “আমি যেন তাহাদিগকে সুস্থ না করি, এই নিমিত্তে “তিনি তাহদের চক্ষু অন্ধ করিয়া তাহাদের বুদ্ধি "স্থূল করিলেন।” যিশয়িয় যখন র্তাহার মহিমা দেখিয়৷ ৪১ তাহার বিষয়ে কথা কহিল, তখন এমন ভবিষ্যদ্বাক্য প্রকাশ করিল । তথাপি অধ্যক্ষদের মধ্যে অনেকে ত|- ৪২ 330