পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার । N○○○ র্তাহার মহিমা প্রকাশ করিবেন, ও শীঘ্রই প্রকাশ করি৩৩ বেন । হে বৎস সকল, আমি তোমাদের সঙ্গে আর কিঞ্চিৎ কালমাত্র অাছি ; ইহার পরে আমার অন্বেষণ করিবা, কিন্তু ‘আমি যে স্থানে যাই, সে স্থানে তোমর যাইতে পাইবা না, এই যে কথা যিহুদীয়দিগকে কহিয়াছিলাম, তদ্রুপ এখন তোমাদিগকেও কহিতেছি । ৩৪ তোমরা পরস্পর প্রেম কর ; আমি তোমাদিগেতে যাদৃশ প্রেম করিলাম, তোমরাও পরস্পর তাদৃশ প্রেম ৩৫ কর, তোমাদিগকে এই এক নূতন আজ্ঞা দিতেছি । তাহাতে যদি পরস্পর প্রেম কর, তবে ইহার দ্বারা তোমরা যে আমার শিষ্য, ইহা সকলেই জানিতে পারিবে । ৩৬ শিমোন পিতর জিজ্ঞাসা করিল, হে প্রভো, আপনি কোথায় যাইতেছেন ? তাহাতে যীশু উত্তর করিলেন, আমি যে স্থানে যাইতেছি, সে স্থানে সম্প্রতি আমার পশ্চাদগ্ৰামী হইতে পার না, কিন্তু পরে পশ্চাদগামী ৩৭ হইবা । তখন পিতর প্রত্যুত্তর করিল, হে প্রভো, সংপ্রতি কি জন্যে তোমার পশ্চাদগামী হইতে পারি না? ৩৮ তোমার নিমিত্তে প্রাণ দিব । তাহাতে যীশু উত্তর করিলেন, আমার জন্যে কি প্রাণ দিবা ? আমি তোমাকে অতি যথার্থ কহিতেছি, কুকুড়া ডাকের পূর্বে তুমি জামাকে তিন বার অস্বীকার করিব ৷ ১৪ অধ্যায় । ১ গ্রীষ্টের আপন শিষ্যদিগকে প্রবোধ দেওন ৮ ও তাহার ও পিতার ঐক্য ১৫ ও পবিত্র আত্মাকে ডাহাদের কাছে প্রেরণ করিতে প্রতিজ্ঞ। করণ ২৫ ও প্রস্থানের কথ1 । ১ মনোদুঃখী হইও না; ঈশ্বরেতে বিশ্বাস কর, অামাতে ২ ও বিশ্বাস কর । আমার পিতার গৃহেতে অনেক বাস335