পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫ অধ্যায়।] যোহনলিখিত সুসমাচার । ৩৩৯ পর তোমাদের সহিত আমার আর বিস্তর আলাপ হইবে না ; কারণ এই জগৎপতি আসিতেছে, কিন্তু আ৩১ মার সহিত তাহার কোন সম্বন্ধ নাই । আমি পিতাকে প্রেম করি, এবং বিধিমতে পিতার কৰ্ম্ম করি ; জগতের লোক যেন ইহা জ্ঞাত হয়, এই জন্যে উঠ, এ স্থানহইতে প্রস্থান করি । ১৫ অধ্যায় । ১ আপনাকে স্বাক্ষালতা ও শিষ্যগণকে শাখাস্বরূপ দেখাওন ৭ s তাহীদের অনেক ফল ফলনের আবশ্যকতা ১৭ ও তাহাদের ভাবি তাড়না ও সাস্তৃন প্রকাশ করণ । ১ আমি প্রকৃত দ্রাক্ষালতাস্বৰূপ, এবং আমার পিতা ২ উদ্যান পরিচারকস্বৰূপ । আমার যে সকল শাখাতে ফল হয় না, তাহা তিনি ছেদন করিয়া ফেলেন ; এবং ফলবতী শাখা সকলেতে যেন আরও ফল ধরে, এই ৩ জন্যে পরিষ্কার করেন । এখন আমার উক্ত কথাদ্ধার ৪ তোমরা পরিষ্কৃত হইতেছ ; অতএব আমাতে থাক, তাহাতে আমিও তোমাদিগেতে থাকিব ; যেহেতুক দ্রাক্ষালতাতে সংলগ্ন না থাকিলে তাহার শাখা যেমন আপন আপনি ফলবতী হইতে পারে না, তদ্রুপ তোমরাও অামাতে না থাকিলে ফলবান হইতে পার ৫ না । আমি দ্রাক্ষালতাস্বৰূপ, তোমরা শাখাস্বৰূপ ; যে জন আমাতে থাকে, এবং যাহাতে আমি থাকি, সে প্রচুর ফলেতে ফলবান হয় ; কিন্তু আমা ভিন্ন তোমরা ও কিছুই করিতে পার না । যে কোন ব্যক্তি আমাতে না থাকে, সে শাখার ন্যায় বাহিরে নিক্ষিপ্ত হয় ; পরে শুষ্ক হইলে লোকের তাহা আহরণ করিয়। অগ্নিতে নি ক্ষেপ করিয়া দগ্ধ করে । 339