পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nе) 8 o যেহনলিখিত সুসমাচার। [১৫ অধ্যায় । তোমরা যদি অণমাতে থাক, এবং আমার কথা যদি তোমাদিগেতে থাকে, তবে যাহা ইচ্ছা করিয়া যাজ্ঞ। করিব, তোমাদের তাহাই সফল হইবে । আর তোমরা যদি প্রচুর ফলে ফলবান হও, এবং আমার শিষ্যৰূপে পরিচিত হও, তবে তাহণদ্বারা অামার পিতার মহিম। প্রকাশ পাইবে । পিতা যেমন আমাকে প্রেম করিয়া থাকেন, আমিও তোমাদিগকে তাদৃশ প্রেম করিয়া থাকি ; অতএব তোমরা নিরন্তর আমার প্রেমের পাত্র হইয়া থাক । আমি যেমন পিতার আজ্ঞা পালন করিয়৷ তাহার প্রেমের পাত্র হইয়া আসিতেছি, তেমনি অামার অণজ্ঞা পালন করিলে তোমরাও অণমার প্রেমের পাত্র হইয়৷ থাকিবা । তোমাদিগেতে আমার আ ননদ যেন থাকে, এবং তোমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়, এই জন্যে তোমাদিগকে এই সকল কথা কহিলাম । আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও পরস্পর তাদৃশ প্রেম কর, এই আমার আজ্ঞা । মিত্রদের নিমিত্তে আপনার প্রাণদান পৰ্যন্ত যে প্রেম, তদপেক্ষা আর বড় প্রেম কাহারও নাই । যে২ আজ্ঞা আমি দিতেছি, তাহাই যদি পালন কর, তবে তোমরাই আমার মিত্ৰগণ । অদ্যাবধি তোমাদিগকে দাস বলিব না; কেননা প্রভু যাহা করেন, দাস তাহা জানে না ; কিন্তু পিতার নিকটে যাহ২ শ্রবণ করিয়াছি, তাহা সকলি তোমাদিগকে জ্ঞাত করিলাম, এ জন্যে, তোমাদিগকে মিত্র করিয়৷ বলিলাম । তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমিই তোমাদিগকে মনোনীত করিয়াছি; আর তোম র। গিয়া যেন ফল উৎপন্ন কর, আর সেই ফল অক্ষয় 340 X > > R > No > 8 > ○ > V,