পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

No.83. যোহনলিখিত সুসমাচার। [১৬ অধ্যায়। লিখিত আছে, তাহ সফল হইল। কিন্তু পিতাহইতে নি- ২৬ গত যে সহায়কে, অর্থাৎ সত্যময় আত্মাকে পিতার নিকটহইতে তোমাদের নিকটে প্রেরণ করিব, তিনি আসিয়া আমার বিষয়ে প্রমাণ দিবেন। এবং প্রথমাবধি আ!- ২৭ মার সঙ্গে আছে, এই নিমিত্তে তোমরাও প্রমাণ দিবা । - ১৬ অধ্যায় । ১ গ্রীষ্টের প্রস্থান ও সহায়ের আগমন ও জগজ্জনের প্রতি তাহার কর্ম ব্যাখ্যা করণ, ১২ ও শিষ্যদের প্রতি তাহার কর্ম ১৬ ও গ্রীষ্টের প্রস্থানের কথা শিষ্যদের অবোধগম্য হওন ২৫ ও ঐ কথা বোধগম্য করণ । - তোমাদের বিস্তু যেন না জন্মে, এই জন্যে তোমা- ১ দিগকে এই সকল বাক্য কহিলাম । লোকেরা তোমা- ২ দিগকে ভজনালয়হইতে বহির্ভূত করিবে, এবং যে সময়ে তোমাদিগকে বধ করিয়া ‘ঈশ্বরের সেবাকৰ্ম্ম করিলাম, এমন জ্ঞান করিবে, সে সময় আসিতেছে । তাহারা ৩ যে তোমাদের প্রতি এমত আচরণ করিবে, তাহার কারণ এই, তাহার। পিতাকে ও অামাকে জানে না। সময় উপস্থিত হইলে আমার উক্ত এই সকল কথা ৪ যেন তোমাদের স্মরণে আইসে, এই জন্যে তোমাদিগকে কহিলাম ; আমি তোমাদের সঙ্গে থাকাতে প্রথমে এই কথা তোমাদিগকে কহি নাই । সম্প্রতি আপন ৫ প্রেরণকৰ্ত্তার নিকটে যাইতেছি ; তথাপি তুমি কোথায় যাইতেছ ? এ কথ। তোমাদের কেহই আমাকে জিজ্ঞাসা করে না । কিন্তু আমার উক্ত এই সকল ক- ৬ থাতে তোমাদের অন্তঃকরণ দুঃখে পূর্ণ হয় । তথাপি ৭ অামি যথার্থ কহিতেছি, আমার গমন তোমাদের হিত জনক, যেহেতুক না গেলে সহায় তোমাদের নিকটে অ 342