পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার । $36. তোমাদের নিমিত্তে পিতাকে বিনতি করিব, এমন কথা ২ ৭ বলি না ; কারণ তোমরা আগমণকে প্রেম করিতেছ, এবং আমি যে ঈশ্বরের নিকট হইতে আসিয়াছি, ইহাও প্রত্যয় করিতেছ, এ জন্যে পিত। আপনি তোম দিগকে ২৮ প্রেম করেন । পিতার নিকটহইতে জগতে আসিয়াছি ; এবং জগৎ ত্যাগ করিয়া পুনৰ্ব্বার পিতার নিকটে যাই। ২৯ তখন শিষ্যের বলিল, উপমা দ্বারা ন৷ কহিয়া আপনি ৩০ এখন স্পষ্ট কহিতেছেন । আপনি যে সৰ্ব্বজ্ঞ, আর কীহারও কিছু জিজ্ঞাসার অপেক্ষা করেন না, ইহা এখন আমাদের স্থির জ্ঞান হইল ; অতএব আপনি যে ঈশ্বরের নিকট হইতে অসিয়াছেন, তাহাতেও আমরা বি৩১ শ্বাস করি । তাহাতে যীশু উত্তর করিলেন, এখন কি ৩২ তোমরা বিশ্বাস করিতেছ? দেখ, তোমরা সকলে ছিন্ন ভিন্ন হইয়। আমাকে একাকী ত্যাগ করিয়া অাপন ২ পথে যাইবা, এমন সময় আসিতেছে, বরঞ্চ প্রায় উপস্থিত হইল ; তথাপি আমি একাকী মহি, কেননা পিত। ৩৩ অামার সঙ্গে অাছেন । অামাতে যেন তোমাদের শান্তি জন্মে, এ জন্যে এই সকল কথা তোমাদিগকে কহিলাম । এই জগতে তোমাদের ক্লেশ ঘটিবে, তথাচ সাহস কর, যেহেতুক আমি জগৎকে জয় করিলাম । ১৭ অধ্যায় । ১ পিতার কাছে গ্রীষ্টের আপনার নিমিত্তে প্রার্থনা ৬ ও বারো শিষ্যদিগের নিমিত্তে প্রার্থনা ২০ ও তাবৎ শিষ্যদের অনন্ত সুখের নিমিত্তে প্রার্থনা । ১ পরে যীশু এই সকল কথা কহিয়া স্বগের প্রতি দৃটিপাত করিয়া এই প্রার্থনা করিলেন, হে পিতঃ, সময় উপস্থিত হইল ; যেন তোমার পুত্ৰ তোমার মহিমা প্র 345