পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N)8ぐり যোহনলিখিত সুসমাচার । [১৭ অধ্যায় । কাশ করেন, এই জন্যে তুমি আপন পুত্রের মহিমা প্রকাশ কর । এবং যে সকল লোককে র্তাহার হস্তে ২ সমর্পণ করিয়াছ, তিনি যেন তাহাদিগকে অনন্ত পরমাযুঃ দেন, এই জন্যে তুমি প্রাণিমাত্রের উপরে তাহাকে কর্তৃত্বের ভার দিয়াছ । এবং অদ্বিতীয় সত্য ঈশ্বর যে ৩ তুমি, আর তোমার প্রেরিত যীশু খ্ৰীষ্ট, এই উভয়ের তত্ত্ব জানিলে অনন্ত পরমায়ুঃ হয় । আমাকে যে ক- ৪ ৰ্ম্মের ভার দিয়াছিল, তাহ সম্পন্ন করিয়া এই জগতে তোমার মহিমা প্রকাশ করিয়াছি । অতএব হে পি- ৫ তঃ, জগৎ অবৰ্ত্তমানে তোমার সহিত বাস করণ সময়ে আমার যে মহিমা ছিল, সম্প্রতি তোমার নিকটে অ|মাকে সেই মহিমা প্রাপ্ত কর । আর তুমি এই জগৎহইতে যে সকল লোক আমা- ৬ কে দিয়াছ, আমি তাহাদিগকে তোমার নামের তত্ত্বজ্ঞান দিলাম ; তাহার তোমারই ছিল, ও তুমি তাহদিগকে আমাকে দিয়াছ, এবং তাহার তোমার উপদেশ পালন করিয়া আসিতেছে । এবং অামাকে যে ৭ কিছু দিয়াছ, সে সকলই যে তোমাহইতে হয়, তাহ এখন জানিল । আর আমাকে ষে উপদেশ দিয়াছ, ৮ আমিও তাহাদিগকে সেই উপদেশ দিলাম ; এবং তাহারা তাহা গ্রহণ করিল, এবং আমি যে তোমাহইতে নির্গত হইয়া তোমাকর্তৃক প্রেরিত হইয়াছি, ইহা নি শ্চয় ৰূপে জানে। তাছাদেরই নিমিত্তে আমি প্রার্থনা ৯ করিতেছি, জগতের লোকদের নিমিত্তে প্রার্থনা করি না ; কিন্তু যে সকলকে আমাকে দিয়াছ, তাহাদের জন্যেই প্রার্থনা করিতেছি, কেননা তাহার তোমারই আছে । এবং যে সকল আমার সে সকল তোমার, ১ • 346