পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭ অধ্যায় ।] যোহন লিখিত সুসমাচার । NO3% এবং যে তোমার সে অামার ; এরই তাহীদের দ্বারা ১১ আমার মহিমা প্রেকাশ পায় । সম্প্রতি এই জগতে অামার অবস্থিতির শেষ হইল, আমি তোমার নিকটে যাই, কিন্তু তাহারা জগতে থাকিবে ; হে পবিত্র পিতঃ, আমরা যেমন এক আছি, তদ্রুপ তাহারাও যেন এক হয়, এই জন্যে যে সকল অামাকে দিয়াছ, তা১২ হাদিগকে আপন নামস্বারাতে রক্ষা কর । যত দিন আমি এই জগতে তাহাদের সঙ্গে আছি, তত দিন তাহাদিগকে তোমার নামে রক্ষা করিলাম ; যে সকল আমাকে দিয়াছ, সে সকলকে রক্ষা করিলাম ; তাহাদের মধ্যে কেবল এক জন অর্থাৎ বিনাশের পত্র হারাণ গেল, তাহাতে ধৰ্ম্মপুস্তকের বচন প্রত্যক্ষ হয় । ১৩ কিন্তু এক্ষণে তোমার নিকটে যাই, আর অণমাতে যেন তাহদের অন্তরে সম্পূর্ণ আনন্দ হয়, এই জন্যে ১৪ জগতে থাকিতেই এই সকল কথা কহিতেছি । তোমার উপদেশ তাহাদিগকে দিয়াছি ; আর জগতের সঙ্গে যেমন আমার সম্পর্ক নাই, তেমনি জগতের সঙ্গে তাহাদেরও সম্পর্ক না হওয়াতে জগতের লোক তাহাদি১৫ গকে ঘৃণা করে । তুমি জগৎহইতে তাহাদিগকে লও, এমন প্রার্থনা করি না, কিন্তু মন্দহইতে রক্ষা কর, এই ১৬ প্রার্থনা করি । আমি যেমন জগৎসম্বন্ধীয় নহি, তদ্রুপ ১৭ তাহারাও জগৎসম্বন্ধীয় নহে ৷ তোমার সত্য কথাদ্ধার। তাহাদিগকে পবিত্র কর ; তোমার বাক্যই সত্য । ১৮ তুমি যেমন আমাকে জগতে প্রেরণ করিয়াছ, তদ্রুপ ১৯ অামিও তাহাদিগকে জগতে প্রেরণ করিলাম । অণর তাহারা যেন সত্যতাদ্বারা পবিত্র হয়, এই জন্যে তাহ দের হিতার্থে আমি আপনাকে পবিত্র করি । 347