পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8b" যোহনলিখিত সুসমাচার। [১৭ অধ্যায় । আর কেবল তাহাদের নিমিত্তে প্রার্থনা করিতেছি ২০ এমত নয়, কিন্তু তাহদের উপদেশদ্বারা যাহার। অমার প্রতি বিশ্বাস করিবে, তাহাদের নিমিত্তেও প্রার্থনা করিতেছি । হে পিতঃ, সকলে যেন এক হয়, তুমি যে- ২১ মন অামাতে এবং আমি যেমন তোমাতে, তজপ তাহারাও যেন আমাদিগেতে এক হয় ; তাহাতে তুমি যে আমাকে প্রেরণ করিয়াছ, ইহা জগতের লোক প্রত্যয় করিবে । আর আমরা যেমন এক, তাহারাও যেন তেমনি এক হয়, আমি তাহাদিগেতে ও তুমি অামাতে, এই ৰূপে তাহদের যেন সম্পূর্ণ ঐক্য হয় ; ২২ আর তুমি যে আমাকে প্রেরণ করিয়াছ, এবং তুমি ২৩ যেমন আমাকে প্রেম করিয়াছ, তেমন তাহাদিগকেও প্রেম করিয়াছ, ইহা যেন জগতের লোক জানিতে পায়, এই জন্যে তুমি আমাকে যে মহিমা দিয়াছ, সেই মহিমা আমিও তাহাদিগকে দিলাম । হে পিতঃ, জগৎপত্তনের পূর্বে আমাকে স্নেহ করিয়া যে মহিমা দিয়াছ, আমার সেই মহিম যেন তাহার। দেখিতে পায়, এই জন্যে যে সকল লোক অামাকে দিয়াছ, অামি যে স্থানে থাকি, তাহারাও যেন আমার সহিত R 8 সেই স্থানে থাকে, এই আমার বাঞ্ছা । হে যাথার্থিক ২৫ পিতঃ, জগতের লোক তোমাকে না জানিলেও আমি তোমাকে জানি, এবং তুমি যে আমাকে প্রেরণ করি য়াছ, ইহা তাহারা জানে । এবং আমি যেন তাহ- ২৬ দিগেতে থাকি, এবং তুমি আমাকে যে প্রেমে প্রেম করিয়াছ, সে যেন তাহাদিগেতে থাকে, এই জন্যে আমি তোমার নাম তাহাদিগকে জানাইয়াছি, আরও জানাইব । 348