পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ অধ্যায়।] যোহনলিখিত সুসমাচার। N○8> ১৮ অধ্যায় । ১ যীশুর পর হস্তগত হওন ১২ ও মহাযাজকের কাছে তাহাকে লইয়। যাওন ১৫ ও তাহার পশ্চাৎ পিতর ও যোহনের গমন ১১ ও তাহার বিচারিত হওন ২৪ ও তাহার বিষয়ে পিতরের অস্বীকার করণ ২৮ ও তাহাকে পালাতের নিকটে লইয়া যাওন ৩৩ ও পালাভের দ্বারা তাহার বিচারিত হওন । ঐ সমস্ত কথা কহিয়া যীশু শিষ্যগণকে সঙ্গে লইয়। কিন্দ্রোণ নামক সোতের পারে গমন করিলেন; সে স্থানে যে এক উদ্যান ছিল, তিনি শিষ্যদের সহিত তাহার মধ্যে প্রবেশ করিলেন । কিন্তু পরহস্তগতকারি বিহুদ। ঐ স্থান চিনিত, কারণ ধীশু শিষ্যগণের সহিত অনেক বার ঐ স্থানে যাতায়াত করিতেন । তৎকালে ঐ যিহুদ। এক দল সৈন্যকে ও যশজকদের ও ফিৰূশিদের নিকটহইতে পদাতিকগণকে সঙ্গে লইয়। ডামস ও প্রদীপ ও অস্ত্রের সহিত সেই স্থানে উপস্থিত হইল । আপনার প্রতি যে সকল ঘটবে, তাহা জ্ঞাত হইয়া যীশু অগ্রসর হইয়। তাহাদিগকে জিজ্ঞাসিলেন, কাহার অন্বেষণ কর ? তাহার। উত্তর করিল, নাসরতীয় যীশুর ; তাহাতে যীশু কহিলেন, আমিই সে ; তাহদের সহিত ঐ পরহস্তগতকারি যিহুদাও দাড়াইতেছিল । তখন ‘আমিই সে, তাহার এই কথা শুনিবামাত্র তাহারা পিছাইয়। ভূমিতে পড়িল । পরে যীশু আরবার জিজ্ঞাসা করিলেন, কাহার অন্বেষণ কর ? তাহাতে তাহারা বলিল, নাসরতীয় যীশুর । তখন যীশু উত্তর করিলেন, আমিই সে, এ কথা কহিলাম ; যদি আমার অন্বেষণ কর, তবে ইহাদিগকে যাইতে দেও । এমন হইলে, “আমাকে যে সকল লোক দিয়াছ, তাহদের কাহাকেও হারাই নাই, 349