পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫২ যোহনলিখিত সুসমাচার। [১৮ অধ্যায় । হুদীয়েরা সেই গৃহে প্রবেশ করিল না । অপর পীলাত ২৯ বাহিরে আসিয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিল, এই মনুষ্যের কি২ অপবাদ করিতেছ ? তখন তাহার। উত্তর ৩০ করিল, দুষ্কৰ্ম্মকারী না হইলে আপনকার নিকটে ইহাকে সমর্পণ করিতাম না । তাহাতে পীলাত বলিল, তো- ৩১ মরা ইহাকে লইয়া গিয়া আপনাদের ব্যবস্থামতে বিচার কর । তখন যিহুদীয়ের উত্তর করিল, কোন মনু ৩২ ষ্যের প্রাণদণ্ড করিতে আমাদের অধিকার নাই । এমন হইলে যীশু আপনার মৃত্যু বিষয়ে যে কথা কহি য়াছিলেন, তাহ সফল হইল । তদনন্তর পীলাত পুনৰ্ব্বার সেই রাজগৃহে গিয়া যী- ৩৩ শুকে ডাকিয় জিজ্ঞাসা করিল, তুমি কি যিহুদীয়দের রাজা ? যীশু উত্তর করিলেন, তুমি আপনাহইতে এ ৩৪ কথা বল, কি অন্য কেহ আমার বিষয়ে তোমাকে বলিয়াছে ? পীলাত বলিল, আমি কি যিহুদীয় লোক : ৩৫ তোমার স্বদেশীয়েরা, বিশেষতঃ প্রধান যাজকের অামার নিকটে তোমাকে সমর্পণ করিয়াছে ; তুমি কি করিলা ? যীশু উত্তর করিলেন, তামার রাজ্য এই জ- ৩৬ গৎসম্বন্ধীয় নহে ; যদি আমার রাজ্য জগৎসম্বন্ধীয় হ- , ইত, তবে যিহুদীয়দের হস্তগত যেন ন হই, ইহার নিমিত্তে আমার সেবকের প্রাণপণ করিত ; কিন্তু আমার রাজ্য ঐহিকের রাজ্য নয় । তখন পীলাত কহিল, ৩৭ তবে কি তুমি রাজা বট ? যীশু উত্তর দিলেন, তুমি সত্য কহিতেছ, আমি রাজা বটি ; সত্যধৰ্ম্মের বিষয়ে সাক্ষ্য দিবার নিমিত্তে জন্ম গ্রহণ করিয়া এই জগতে অবতীর্ণ হইয়াছি ; তাহাতে সত্যধৰ্ম্ম পক্ষপাতি সকলে আমার কথা শুনে। তখন সত্যধৰ্ম্ম কি ?’ এ কথা জি- ৩৮ 352