পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। N❍ ☾ Ꮔ ৩৩ হত প্রথম ও দ্বিতীয় চোরের প। ভাঙ্গিল ; কিন্তু যীশুর নিকটে গিয়া, তিনি মৃত বটেন, ইহা দেখিয় তাহার ৩৪ প। ভাঙ্গিল না । পরে এক জন সেনা বড়শাঘাতে র্তাহার কুক্ষিদেশ বিদ্ধ করিলে তৎক্ষণাৎ তাহাহইতে ৩৫ রক্ত এবং জল নির্গত হইল । যে ব্যক্তি ইহার সাক্ষ্য দিতেছে, সে আপনি দেখিয়াছে, ও তাহার এই সাক্ষ্য সত্য ; আর তাহার কথা সত্য ও তোমাদের বিশ্বাস ৩৬ জন্মণইতে যোগ্য, তাহ সে জ্ঞাত অাছে । “তাহার “এক অস্থিও ভগ্ন করিও না,” ধৰ্ম্মপুস্তকের এই এক ৩৭ বচন, এবং “তাহারা যাহাকে বিদ্ধ করিল, র্তাহার প্রতি “দৃষ্টিপাত করিবে,” ধৰ্ম্মপুস্তকের এই অন্য বচনও যেন সিদ্ধ হয়, এই জন্যে এ সকল ঘটনা হইল । ৩৮ অরিমথিয়া নগরে যুষফ নামে একজন যীশুর শিষ্য ছিল, কিন্তু যিভূীিয়দের ভয়েতে প্রকাশিত হয় নাই; ঐ ব্যক্তি যীশুর দেহ লইয়া যাওনের অনুমতি পীলাতের নিকটে প্রার্থনা করিল ; তাহাতে পীলাত অনুমতি ৩৯ দিলে পর সে যাইয় যীশুর দেহ লইয়া গেল । অপর যে নিকদীমঃ পূর্বে রাত্রিযোগে যীশুর নিকটে গিয়াছিল, সেও গন্ধরসেতে মিশ্রিত প্রায় পঞ্চাশ সের অ৪ • গুরু লইয়া আইল । তাহাতে তাহারা যিহুদীয়দের কবর দেওনের রীত্যনুসারে ঐ সুগন্ধি দ্রব্যের সহিত র্তা৪১ হার দেহ বস্ত্রেতে বেষ্টন করিল । অণর যে স্থানে তাহাকে ক্রুশে বিদ্ধ করিয়াছিল, তাহার নিকটস্থ উদ্যানে যাহাতে কোন মৃত দেহ কখনো রাখা যায় নাই, এ৪২ মন এক নূতন কবর ছিল । তাহাতে ॐ नि যিহুদীয়দের আয়োজন দিন, এবং ঐ কবর নিকটস্থ, একারণ তাহারা সেই স্থানে যীশুকে শয়ন করাইল । 357