পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NᏇᏩ ☽ যোহনলিখিত সুসমাচার। [২০ অধ্যায়। ২ ও অধ্যায় । ১ যীশুর উত্থানের প্রকাশ হওন ১১ ও মগৃদলীন মরিয়মের প্রভি তাহার দশন ১১ ও শিষ্যদের প্রতি দশন দেওন ২৪ ও খোমার প্রতি দর্শন ৩০ ও সুসমাচারলেখকের অভিপ্রায় । তদনন্তর সপ্তাহের প্রথম দিবসে অতি প্রত্যুষে অন্ধকার থাকিতে মগ্‌দলীনী মরিয়ম সেই কবরের নিকটে যাইয়া কবরের মুখহইতে প্রস্তরখান সরাণ দেখিল । প। রে দৌড়িয়া শিমোন পিতর ও যীশুর প্রিয়তম শিষ্যের নিকটে যাইয়। এই কথা কছিল, কবরহইতে প্রভুকে তুলিয়া লইয়া কোথায় রাখিয়াছে, তাহ আমরা বলিতে পারি না । অতএব পিতর ও সেই অন্য শিষ্য বহিগত হইয়া কবরস্থানে গমন করিতে লাগিল । উভয়ে দেীড়িলে অন্য শিষ্য পিতরকে পশ্চাৎ ফেলিয়। প্রথমে কবরস্থানে উপস্থিত হইল। তখন হেঁট হওয়াতে বস্ত্রগুলা ভূমিস্থিত দেখিতে পাইল, কিন্তু সে প্রবেশ করিল না । অনন্তর শিমোন পিতর পশ্চাৎ অসিয়া কবরস্থানে প্রবেশ করিয়া বস্ত্র সকল ভূমিস্থিত, এবং যে গণত্রমাৰ্জ্জনী তাহার মস্তকে বদ্ধ ছিল, তাহ ঐ বস্ত্রের সহিত না থাকিয় তাহাহইতে পৃথক ও জড়ান হইয়। অন্য এক স্থানে পতিত অাছে, ইহা দেখিল । পরে কবরস্থানে প্রথমে আইল যে অন্য শিষ্য, সেও প্রবেশ করিয়া তদ্রুপ দেখিয়া বিশ্বাস করিল । যেহেতুক ‘কবরহইতে র্তাহাকে উত্থান করিতে হইবে, ধৰ্ম্মপুস্তকের এই বচনের ভাব তাহারা তদবধি বুঝিতে পারে নাই । পরে ঐ দুই শিষ্য গৃহে ফিরিয়া গেল । অনন্তর মরিয়ম কবরদ্বারের বাহিরে দাড়াইয়। রোদন ১১ করিতে লাগিল ; এবং রোদন করিতে ২ হেঁট হইয়৷ 358 \o S (t V) " b” సి > * .