পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। N)○○ শিমোন, তুমি না কি আমাকে প্রেম করিয়া থাক ? তাহাতে সে কহিল, ই প্রভো, তোমাকে প্রেম করিয়! থাকি, তাহ। আপনি জানেন ; তখন যীশু কহিলেন, ত১৭ বে আমার মেষগণকে পালন কর । পরে তিনি তৃতীয় বার জিজ্ঞাসা করিলেন, হে মুনসের পুত্র শিমোন, তুমি না কি আমাকে প্রেম করিয়া থাক ? তখন তুমি না কি আমাকে প্রেম করিয়া থাক, এই কথা তৃতীয় বার জিজ্ঞাসা করাতে পিতর দুঃখিত হইয়া কহিল, হে প্রভো, আপনকার অগোচর কিছুই নাই ; আমি তোমাকে প্রেম করিয়া থাকি, ইহা আপনি জ্ঞাত আছেন ; তাহাতে যীশু কহিলেন, তবে অামার মেষগণকে পালন ১৮ কর । আমি তোমাকে অতি যথার্থ কহিতেছি, বৌবনকালে আপনি কটি বন্ধন করিয়া যে স্থানেই ইচ্ছা, সেই স্থানেই যাইত ; কিন্তু ইহার পর বৃদ্ধ বয়সে হস্ত বিস্তারিত করিবা, এবং অন্য জন তোমাকে বন্ধন করিয়া যে স্থানে যাইতে তোমার ইচ্ছা নয়, সেই স্থানেই ১৯ লইয়। যাইবে । ফলতঃ কি প্রকার মরণেতে সে ঈশ্বরের মহিমা প্রকাশ করিবে, তাহা বুঝাইবার নিমিত্তে তিনি এই কথা কহিলেন । এমন বলিলে পর তিনি তাহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইস । ২ - যে জন রাত্রি ভোজনের সময়ে যীশুর বুকে হেলান দিয়া, হে প্রভো, কে আপনকাকে পরহস্তগত করিবে ? এই কথা জিজ্ঞাসা করিয়াছিল, পিতর মুখ ফিরাইলে ২১ যীশুর সেই প্রিয়তম শিষ্যকে পশ্চাতে আসিতে দেখিয়। যীশুকে জিজ্ঞাসা করিল, হে প্রভো, এই মানুষের কি ২২ ৰূপ গতি হইবে ? তখন যীশু উত্তর করিলেন, আমি যদি আপন পুনরাগমন পর্যন্ত তাহার অবস্থিতি ই 363 .