পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○8 যোহনলিখিত সুসমাচার। [২১ অধ্যায়। চ্ছা করি, ইহাতে তোমার কি ? তুমি আমার পশ্চাৎ আইস । তাহাতে সে শিষ্য যে মরিৰে না, ইহা ভ্রা- ২৩ তৃগণের মধ্যে জনরব হইল ; কিন্তু সে মরিবে না, এমন কথা যীশু কহিলেন না ; কেবল আমি যদি আ|পন পুনরাগমন পৰ্যন্ত তাহার অবস্থিতি ইচ্ছা করি, ইহাতে তোমার কি ? ইহা কহিলেন । যে জন এই সকল লিখিয়াছে এবং এতদ্বিষয়ে সা- ২৪ ক্ষ্য দিয়াছে, সে ঐ শিষ্য ; এবং তাহার সাক্ষ্য যে সত্য, ইহা আমরা জানি । এতদ্ভিন্ন যীশু আরও অ- ২৫ নেক২ কৰ্ম্ম করিয়াছিলেন ; সে সকল যদি এক২ করিয়া লেখা যায়, তবে এত গ্রন্থ হইয় উঠে, বোধ হয় পৃথিবীতেও তাহ ধরে না । ইতি । 364