পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। ১ অধ্যায় । ১ শিষ্যদের প্রতি যীশুর দর্শন ও আজ্ঞা দেওন ও তাহার স্বর্গারোহণ ১২ ও শিষ্যদের ফিরুশালমে গমন ও প্রার্থনাতে প্রবৃত্ত হওন ১৫ ও যিহদার পরিবৰ্ত্তে মন্ত্রথিয়কে নিযুক্ত করণ। হে থিয়ফিলঃ, যীশু আপনার মনোনীত প্রেরিতদিগকে পবিত্র আত্মাম্বারা আজ্ঞা দিয়া যে দিনে স্বর্গারোহণ করিলেন, তদিন পৰ্য্যন্ত যে২ ক্রিয়। করিয়াছিলেন ও যে২ উপদেশ দিয়াছিলেন, তাহার সমস্ত বিবরণ পূর্বে লিথিয়াছি । তিনি আপন মৃত্যুদুঃখ ভোগের পরে অনেক২ প্রত্যক্ষ প্রমাণদ্বারা আপনাকে সজীব দেখাইয়। চল্লিশ দিন পর্যন্ত ঐ প্রেরিতদিগকে দর্শন দিয়া ঈশ্বরের রাজত্বের প্রসঙ্গ কহিলেন । পরে তাহাদিগকে একত্র করিয়া এই আজ্ঞা দিলেন, তোমরা যিৰূশালমহইতে অন্যত্র গমন না করিয়া পিতার অঙ্গীকার বিষয়ে আমার প্রমুখাৎ যাহার কথা শ্রবণ করিয়াছ, তাহা পাইবার অপেক্ষাতে থাক । যোহন জলেতে বাপ্তাইজ করিল, কিন্তু অলপ দিনের মধ্যে তোমরা পবিত্র আত্মাতে বাপ্তাইজিত হইবা । পরে তাহার একত্র হইয়৷ র্তাহাকে জিজ্ঞাসা করিল, হে প্রভো, আপনি কি এই সময়ে পুনর্বার রাজকর্তৃত্ব ইস্রায়েল লোকদের হস্তগত করিবেন ? তাহাতে তিনি কহিলেন, যে সকল কাল এবং 365