পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। ○○" ১৫ এই সময়ে সে স্থানে সৰ্ব্বশুদ্ধ ব্যুনাধিক এক শত বিংশতি শিষ্য ছিল । তাছাতে পিতর তাহদের মধ্য১৬ স্থলে দাড়াইয়া কহিতে লাগিল ; হে ভাতৃগণ, মীশুর প্রতি আক্রমনকারি লোকদের পথদর্শক হইল যে যিহুদা, তাহার বিষয়ে দাযুদের দ্বারা পবিত্র আত্মা যে কথা কহিয়াছিলেন, তাহ সিদ্ধ হওয়া আবশ্যক ছিল । ১৭ সে ব্যক্তি আমাদের মধ্যে গণিত হইয়। এই সেবার ১৮ অংশ পাইল । পরে দুষ্কৰ্ম্মে প্রাপ্ত যে মূল্য, সেই সুল্যেতে এক খান ক্ষেত্র ক্রীত হইল, এবং সে অধোমুখে ভূমিতে পতিত হইলে তাহার উদর বিদীর্ণ হওয়াতে । ১৯ নাড়ী ভূঁড়ী সকল নির্গত হইল । ইহা যিৰূশালম নিবাসি তাবৎ লোক জ্ঞাত আছে, এবং তাহদের নিজ ভাষার ঐ ক্ষেত্র হকলুদাম অর্থাৎ রক্তক্ষেত্র বলিয়। ২ - বিখ্যাত আছে । আর “তাহার বাট শূন্য হইবে ও “তাহাতে বাসকারী কেহ থাকিবে না,” এবং “অন্য “ব্যক্তি তাহার পদ প্রাপ্ত হইবে,” গীতপুস্তকে এ ৰূপ ২১ লিখিত আছে । এ জন্যে যোহনের বাপ্তিস্মাবধি অ'মাদের নিকট হইতে প্রভূ যীশুর স্বর্গারোহণ দিন পর্য্যন্ত তিনি আমাদের মধ্যে যত দিন গমনাগমন করি২২ লেন, তত দিন যে মনুষ্যেরা আমাদের সঙ্গে ২ থাকিয়া আসিতেছে, যীশুর উত্থান বিষয়ে আমাদের সহিত সাক্ষী হইবার জন্যে তাহদের এক জনের প্রয়োজন ২৩ আছে । অতএব যাহার উপাধি যুষ্ট, যাহাকে বশব বলিয়াও ডাকে, এ - ন যে যুষফ, এবং মত্ত্বথিয়, এই দুই জনকে পৃথক করিয়৷ ঈশ্বরের নিকটে প্রার্থন ২৪ করিয়৷ কহিল, ষ্টে সৰ্ব্বান্তর্যামি পরমেশ্বর, যিহদ। যে সেবা ও প্রেরিতত্ব পদহইতে চ্যুত হইয়। निर्झ স্থানে 367 -