পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায়।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। NS)○。 জন্মদেশীয় ভাষাতে ইহাদের কথা শুনিতেছি, এ কি ? ৯ পথিয়া ও মাদিয়া ও পারস ও আরাম-নহরয়িম্ দেশ নিবাসির, ও বিহুদ ও কপপদকিয়া ও পন্ত ও অ১• শিয়া ও ফরুগিয়া ও পম্ফুলিয়া ও মিসর দেশ নিবাসিরা এবং লুবিয়া দেশের কুরাণীর নিকটবর্তি প্রদেশ নিবাসিরা, এবং রোম নগরপ্রবাসি যিভূীয় লোকের গ ১১ ও বিহুদী মতাবলম্বির, এবং ক্রীতীয় ও আরবীয় ইত্যাদি লোক যে আমরা, আমাদের নিজ২ ভাষাতে ইহাদের মুখে ঈশ্বরের মহৎকৰ্ম্ম ব্যাখ্যা শুনিতেছি । ১২ এই ৰূপে তাহারা সকলেই বিস্ময়াপন্ন ও সন্দিগ্ধচিত্ত ১৩ হইয়। পরস্পর কহিতে লাগিল, ইহার ভাব কি ? অার কেহ২ পরিহাস করিয়া কহিল, ইহারা নূতন দ্রাক্ষরসেতে মত্ত হইয়াছে । ১৪ তখন পিতর একাদশ জনের সহিত দণ্ডায়মান হইয়া ঐ লোকদিগকে উচ্চৈঃস্বরে কহিল, হে যিহুদীয়েরা, হে যিৰূশালম নিবাসি সকল, অবধান করিয়! আমার কথ। ১৫ বুঝ । এখন এক প্রহর বেলার অধিক নাই ; অতএব তোমরা যে অনুমান করিতেছ, এই মনুষ্যেরা মদ্যপা১৬ নেতে মত্ত, তাহ নয় । কিন্তু যে বাক্য যোয়েল্ ভবিষ্যদ্বক্তাদ্বারা উক্ত ছিল, তাহ প্রত্যক্ষ হইতেছে, যথা, ১৭ “ঈশ্বর কহিতেছেন, শেষ যুগের সময়ে আমি সমুদয় “প্রাণির উপরে আপন আত্মার বর্ষণ করিব, তাছা“তে তোমাদের পুত্র কন্যাগণ ভবিষ্যদ্বাক্য বলিতে “পরিবে, এবং তোমাদের যুবকের প্রত্যাদেশ পাই১৮ “বে, ও প্রাচীনের স্বপ্ন দর্শন করিবে । তৎকালে “আমি আপনার দাস দাসীদিগেতেও আপন আত্মার “বর্ষণ করিব ; তাহাতে তাহার। ভবিষ্যদ্বাক্য কহিবে । 369