পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\S) ዓ• প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [২ অধ্যায় । “এবং উর্দুস্থিত আকাশে এবং অধঃস্থিত পৃথিবীতে ১৯ “রক্ত ও অগ্নি ও নিবিড় ধুম প্রভৃতি চিহ্ন ও আশ্চৰ্য্য “কৰ্ম্ম দেখাইব। তার পরমেশ্বরের ঐ মহৎ ও ভয়ঙ্ক- ২ • “র দিনের আগমনের পূৰ্ব্বে সূৰ্য্য কৃষ্ণবর্ণ ও চন্দ্র রক্ত“বর্ণ হইয়। যাইবে । কিন্তু যে কেহ পরমেশ্বরের নামে ২১ “প্রার্থনা করিবে, সেই পরিত্রাণ পাইবে ।” অতএব হে ২২ ইসুয়েল বংশীয় লোক সকল, এই কথাতে অবধান কর; নাসরতীয় যীশু যে ঈশ্বরের মনোনীত ব্যক্তি, ইহা ঈশ্বর তাহারি হস্তকৃত আশ্চৰ্য্য ও অদ্ভুত কৰ্ম্ম ও লক্ষণদ্বারা তোমাদের সাক্ষাতে প্রতিপন্ন করিয়াছেন, ইহ। তোমরা জ্ঞাত আছ । সেই যীশু ঈশ্বরের নিশ্চিত ২৩ মন্ত্রণ ও পূর্বনিৰূপণেতে সমর্পিত হইলে তোমরা তাহাকে ধরিয়া দুষ্ট লোকদের হস্তদ্বারা ক্রুশেতে বিদ্ধ করিয়া বধ করিয়াছ । কিন্তু ঈশ্বর তাহাকে মৃত্যুর বন্ধ- ২৪ নহইতে মুক্ত করিয়া উত্থান করাইলেন ; কেননা তিনি যে মৃত্যুদ্বারা বদ্ধ থাকেন, ইহা সম্ভব হয় না । এতদূ ২৫ বিষয়ে দায়ুদও কহিয়াছিল, “আমি সৰ্ব্বদাই পরমেশ্ব“রকে সম্মুখে রাখি ; তিনি আমার দক্ষিণদিগে থাকিলে “আমি বিচলিত হইব না । তন্নিমিত্তে আমার মন ২৬ “আনন্দিত হইবে, ও অামার জিহা আনন্দেতে গান “করিবে, আমার শরীরও প্রত্যাশাতে শয়ন করিবে । “যেহেতুক তুমি পরলোকে আমার আত্মাকে পরিত্যাগ ২৭ “করিব না, ও নিজ পুণ্যবানকে ক্ষয় পাইতে দিব৷ “ন । এবং আমাকে জীবনের পথ দর্শন করাইবা ; ২৮ “ও আপনার সম্মুখে যে আনন্দ, তাহাতে আমাকে ’পূর্ণ করিব।” হে ভ্রাতৃগণ, সেই পূৰ্ব্বপুরুষ দাম্বুদের ২৯ কথা আমাকে স্পষ্টৰূপে কহিতে দেও ; সে প্রাণত্যাগ 370