পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R X > > R ৩ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। NÒo o ছিল ; এমত সময়ে মন্দিরে প্রবেশকদের কাছে ভিক্ষা করিবার নিমিত্তে যে জন্মখঞ্জ মনুষ্যকে লোকেরা মন্দিরের সুন্দর নামক দ্বারেতে দিনেই রাখিত, তাহাকে সেই দ্বারে বহন করিয়া আনিতেছিল । তখন পিতরকে এবং যোহনকে মন্দিরে প্রবেশ করিতে উদ্যত দেখিয়া ঐ খঞ্জ তাহদের নিকটে ভিক্ষা করিল। তাছাতে যোহনের সহিত পিতর তাহার প্রতি একদৃষ্টিতে নিরীক্ষণ করিয়া কহিল, আমাদের প্রতি দৃষ্টিপাত কর । তাহাতে সে কিছু পাইবার আশাতে তাহদের প্রতি দৃষ্টি করিয়া থাকিল । তখন পিতর বলিল, আমার নিকটে কিছু স্বর্ণ ৰূপ্যাদি নাই, কিন্তু যাহা অাছে, তাহা দান করি ; নাসরতীয় যীশু খ্রীষ্টের নামেতে উঠিয়৷ গতায়াত কর । পরে সে তাহার দক্ষিণ হস্ত ধরিয়া তাহাকে তুলিল ; তাহাতে তৎক্ষণাৎ ঐ ব্যক্তির চরণ ও গুলফ সবল হওয়াতে সে লম্ফ দিয়া উঠিয়া গতায়াত করিতে লাগিল । এবং গতায়াত করিতে ২ লম্ফ দিতেই ঈশ্বরের ধন্যবাদ করিতে ২ তাহদের সহিত মন্দিরে প্রবেশ করিল । লোক সকল তাহাকে গতায়াত করিতে ও ঈশ্বরের ধন্যবাদ করিতে দেখিয়া, মন্দিরের সুন্দর দ্বারেতে যে বসিয়া ভিক্ষা করিত সে এই, ইহা বুঝিয় তাহার প্রতি ঐ ঘটনার বিষয়ে চমৎকৃত ও বিস্ময়াপন্ন হইল । এবং যে খঞ্জ সুস্থ হইল, সে পিতরের এবং যোহনের নিকটে থাকিলে তাবৎ লোক অসম্ভব জ্ঞান করিয়া সুলেমানের বারা ওতে দৌড়িয় তাহদের নিকটে আইল । তাহ দেখিয় পিতর তাহাদিগকে কহিল, হে ইসয়েল লোক সকল, তোমরা কি জন্যে ইহাতে আশ্চৰ্য্য 373