পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। ❖ፃ> আত্মাতে পরিপূর্ণ হইয়া ঈশ্বরের কথা সাহসে প্রচার করিতে লাগিল । ৩২ অার প্রত্যয়কারি লোকসমূহ একচিত্ত ও একমন হইয়া থাকিল ; তাহদের কেহ নিজ সম্পত্তি আপনার জ্ঞান করিল না, কিন্তু তাহীদের সর্বস্ব সাধারণে থt৩৩ কিল 1 অপর প্রেরিতের মহাক্ষমতা প্রকাশ পূৰ্ব্বক 2ভূ যীশুর উত্থান বিষয়ে সাক্ষ্য দিল, ও তাহীদের স৩৪ কলের প্রতি মহা অনুগ্রহ হইল । আর তাহদের মধ্যে কোন জনের অকুলান হইল না ; কারণ তাহাদের বাট ঘর ভূম্যাদি যাহার যাহা ছিল, তাহ তাহারা বি৩৫ ক্রয় করিয়া তাহার মূল্য আনিয়া প্রেরিতদের চরণে রাখিলে প্রত্যেক জনের যেমন প্রয়োজন, তদনুসারে ৩৬ তাহাকে দত্ত হইল । এই ৰূপে কুপ্র উপদ্বীপীয় লেবি বংশজাত যোশি নামে এক জন ভূমির অধিকারী ছিল, যাহাকে প্রেরিতের বর্ণকা অর্থাৎ সান্থনাদায়ক বলি৩৭ য়৷ ডাকিত, সে ব্যক্তি নিজ ভূমি বিক্রয় করিয়া তাহার মূল্য আনিয়া প্রেরিতদের চরণে রাখিল । ৫ অধ্যায় । ১ ধনবিভাগ বিষয়ে কপটিত করাতে আননিয়ের ও সফীরার মরণ ১২ ও প্রেরিতদের অনেক আশ্চৰ্য্য ক্রিয় করণ ১৭ ও তাহাদিগকে কারাগারে রাথন ও দিব্য দূতদ্বারা তাহাদের মুক্তি ও মহাযাজকের কাছে পিতরের উত্তর ৩৩ ও সেই উত্তরেতে ক্রুদ্ধ লোকদের সহিত গমিলীয়েল পরামর্শ দিলে পর তাহাদের প্রেরিতদিগকে প্রহার করিয়া বিদায় করণ । ১ তখন আননিয় নামে এক জন, যাহার পত্নীর নাম ২ সকীরা, ঐ ব্যক্তি অধিকার বিক্রয় করিয়। আপন স্ত্রীর জ্ঞাতসারে তাহার মূল্যের এক অংশ লুকাইয়া রাখিয়া, 379