পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○b-2. প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ । [৫ অধ্যায় । নিমিত্তে পদাতিকগণকে পাঠাইয়। দিল । তাহাতে তাহারা গমন করিয়া কারাগারে তাহাদিগকে না পাইয়। & R ফিরিয়া আসিয়৷ এই সমাচার দিল, আমরা তথায় যা- ২৩ ইয়া নিরাপদে কারাগারের দ্বার বদ্ধ এবং রক্ষকদিগকে দ্বারের বাহিরে দণ্ডায়মান দেখিলাম বটে, কিন্তু দ্বার মুক্ত করিয়া তন্মধ্যে কাহাকেও পাইলাম না । এ কথা শুনিয়া মহাযাজক ও মন্দিরের সেনাপতি এবং প্রধান যাজকেরা, ইহার পর আরো কি হইবে ? ইহা ভাবিয়া সন্দিগ্ধচিত্ত হইল। ইতোমধ্যে আর এক জন আসিয়া এই সংবাদ দিল, দেখ, তোমরা যে মনুষ্যদিগকে কারাগারে রাখিয়াছিল, তাহার। মন্দিরে দীড্রাইয়। লোকদিগকে উপদেশ দিতেছে । তখন মন্দিরের সেনাপতি পদাতিকগণকে সঙ্গে করিয়া তথায় যাইয়া, লোকদের দ্বারা প্রস্তরে আহত হওনের ভয়েতে অত্যচার ব্যতিরেকে তাহাদিগকে আনিল । অপর তাহরা মহাসভার মধ্যে তাহাদিগকে আনিয়া রাখিলে পর মহাযাজক তাহাদিগকে জিজ্ঞাসা করিল, এই নামে উপদেশ দিতে আমরা কি দৃঢ় ৰূপে নিষেধ করি নাই ? তথাপি দেখ, তোমরা আপনাদের সেই উপদেশে যিৰশালম পরিপূর্ণ করিয়া সেই ব্যক্তির রক্তপাতজন্য দোষ আমাদের প্রতি বৰ্ত্তাইতে চেষ্টা পাইতেছ । তাহাতে পিতর এবং অন্য প্রেরিতের উত্তর করিল, মনুষ্যের আজ্ঞা পালন অপেক্ষায় ঈশ্বরের আজ্ঞা পালন করা আমাদের উচিত । যে যীশুকে তোমরা ক্রুশে বিদ্ধ করিয়া বধ করিয়াছ, তাহাকে আমাদের পৈতৃক ঈশ্বর উত্থিত করিয়া ইসায়েল বংশদিগের মনঃপরিবর্ত ন ও পাপক্ষমা করিতে রাজা ও পরিত্রাণকর্ত। করিয়া 382 R 8 ૨ (t ২৬ ২ ৭ えb" ૨ જ N) o No >