পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N○bアや প্রেরিতদের ক্রিয়ার বিররণ । [৭ অধ্যায় । ৭ অধ্যায়। ১ মহাযাজকের প্রতি স্তিফানের উত্তর ৯ ও পৰ্ব্বপুরুষদের বৃত্তান্ত কথন ১৭ ও মূসার বিবরণ ও সুলেমানের সময় পৰ্য্যন্ত লোকদের বিবরণ ৫১ ও যিহুদীয়দের প্রতি স্তিফানের অনুযোগ ৫৪ ও প্রস্তুরাঘাতে স্তিফানকে বধ করণ। - পরে মহাযাজক জিজ্ঞাসা করিল, এই কথা কি ১ সত্য ? তাহাতে সে উত্তর করিল, হে थिड्र ७ स्वाड्र ९ লোক সকল, মনোযোগ কর । আমাদের পূর্বপুরুষ ইব্রাহীম হার নগরে বাস করণের পূৰ্ব্বে যে সময়ে আরাম-নহরয়িম দেশে ছিল, তৎকালে তেজোময় ঈশ্বর দর্শন দিয় তাহাকে কহিলেন, “তুমি আপন দেশ ও ৩ “জ্ঞাতি ও কুটুম্ব পরিত্যাগ করিয়। আমি যে দেশ “ তোমাকে দেখাই, সেই দেশে চল ।” অতএব সে ৪ কসূদীয় দেশ ত্যাগ করিয়া হারণ নামক নগরে বাস করিল ; অনন্তর তাহার পিতার মৃত্যু হইলে পর যে দেশে তোমরা এখন বাস করিতেছ, এই দেশে ঈশ্বর তাহাকে প্রবাস করাইলেন । কিন্তু তাহাকে কিছুমাত্র ৫ অধিকার অর্থাৎ এক পদ পরিমিত ভূমিও দিলেন না; তৎকালে তাহার কোন সন্তান ছিল না, তথাপি তুমি ও তোমার ভাবিবংশ এই দেশের অধিকারী হইবা, তাহার প্রতি এই অঙ্গীকার করিলেন । ঈশ্বর এই ৰূপ ৬ আরও কহিলেন, “তোমার সন্তানগণ চারি শত বৎসর “ পরদেশে প্রবাস করিবে, এবং তাদেশীয় লোকেরা “তাহাদিগকে দাসত্বে রাখিয়া তাহাদের প্রতি কুব্যব“ হার করিবে ।” এবং ঈশ্বর এ কথাও কহিলেন, “যা- ৭ “ হারা তাহাদিগকে দাস্য কৰ্ম্ম করাইবে, আমি তাহ“ দের দণ্ড করিব ; পরে তাহারা বহির্গত হইয়। এই “ স্থানে আমার সেবা করিবে ।’ পরে তিনি তাহাকে ৮ 386