পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায় ।] প্রেরিত দের ক্রিয়ীর বিবরণ। Òb-> ২৯ তখন মূসা এমন কথা শুনিয়া পলায়ন করিল, এবং মিদিয়ন দেশে গিয়া প্রবাসী হইয়া থাকিল ; আর সে ৩• স্থানে তাহার দুই পুত্র জন্মিল । পরে চল্লিশ বৎসর গত হইলে সীনয় পৰ্ব্বতের প্রান্তরে একটা প্রজ্বলিত ঝোপের অগ্নিশিখাতে স্থিত হইয় পরমেশ্বরের দৃত ৩১ তাহাকে দর্শন দিলেন । মূসা তাহ দেখিয়া অদ্ভুত জ্ঞান করিয়া বিশেষ জানিবার নিমিত্তে নিকটে যাই৩২ তেছিল ; এমন সময়ে “আমি তোমার পূর্বপুরুষদের “ঈশ্বর, ফলতঃ ইব্রাহীমের ঈশ্বর ও ইস্হাকে র ঈশ্বর “ও যাকুবের ঈশ্বর,” মূসার উদ্দেশে পরমেশ্বরের এমত আকাশবাণী হইলে সে কম্পান্বিত হইয়। নিরীক্ষণ ৩৩ করিতে অণর সাহস করিতে পারিল না । পরে পরমেশ্বর তাহাকে কহিলেন, “ তোমার পদহইতে পাদুক। “ দূর কর, তুমি যে স্থানে দাড়াইয়া আছ, সে পবিত্র ৩৪ “ভূমি । আমি মিসরে স্থিত আপন লোকদের অত্যন্ত “ ক্লেশ দেখিলাম, এবং তাহাদের রোদনও শুনিলাম, “ অণর তাহাদিগকে উদ্ধার করিতে নামিয়। আইলাম ; ৩৫ “এখন আইস, মিসরদেশে তোমাকে পাঠাই ।” দেখ, কে তোমাকে রাজা ও বিচারকর্তা করিয়া নিযুক্ত করিয়াছে ? এই কথা বলিয়া তাহারা যে মূসাকে অবজ্ঞা করিয়াছিল, ঝোপেতে দর্শনদায়ক দূতদ্বারা ঈশ্বর সেই মূসাকে শাসনকৰ্ত্ত এবং মুক্তিদাতা করিয়া পাঠা৩৬ ইলেন । আর সে মিসরদেশে ও সূফ নামক সমুদ্রে এবং মহাপ্রান্তরে চল্লিশ বৎসর পর্যন্ত নানাবিধ অদৃ ভূত কৰ্ম্ম ও লক্ষণ দেখাইয় তাহাদিগকে বহির্গত ক৩৭ রিয়া আনিল । আর “তোমাদের প্রভু পরমেশ্বর তো “মাদের। ভ্রাতৃগণের মধ্যহইতে আমার সদৃশ এক জন 389