পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ΨΟΣ ο প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [৭ অধ্যায়। “ ভবিষ্যদ্বক্তার উদয় করিবেন, তাহার কথাতে তোমরা “ মনোযোগ করিব,” যে ব্যক্তি ইসায়েলের বংশদিগকে এই কথা কহিল, সে এই মূসা । আর সেও মহা- ৩৮ প্রান্তরে মণ্ডলীর মধ্যে সীনয় পৰ্ব্বতে আপনার প্রতি বাক্যবাদি দূত এবং আমাদের পূর্বপুরুষ, এই উভ য়ের সঙ্গী হইয়া আমাদিগকে দিবার নিমিত্তে জীবনদায়ক বাক্য পাইল । তথাপি আমাদের পূর্বপুরুষের তাহাকে অমান্য করিয়া আপনাদের নিকটহইতে দূর করণ পূর্বক মিসরদেশে ফিরিয়া যাইতে মনেই অভিলাষ করিয়া হারোকে কহিল, “আমাদের অগ্রসর হ“ ইয়। যাইতে আমাদের নিমিত্তে দেবতা নিৰ্ম্মাণ কর, “ কেননা মিসরদেশহইতে আমাদিগকে বাহির করিয়৷ “আনিল যে মূসা, তাহার কি দশ। ঘটিল, তাহ আ“মর। জানি না ।” সেই সময়ে তাহার একটি গোবৎসারুতি প্রতিম নিৰ্ম্মাণ করিয়। তাহার উদ্দেশে বলিদান পূর্বক আপনাদের হস্তকত বস্তুতে আনন্দিত হইতে লাগিল । তাহাতে ঈশ্বর তাহাদের প্রতি বিমুখ হইয়া আকাশস্থ জ্যোতিগণকে পূজা করিতে তাহাদিগকে দিলেন ; যে ৰূপ ভবিষ্যদ্বক্তার গ্রন্থে লেখা আছে ; যথা, “হে ইসায়েল বংশ, তোমরা চল্লিশ বৎসর পর্যন্ত “মহাপ্রান্তরে থাকিয় যে সকল বলিদান ও হোমাদি “করিল, তাহ! কি কেবল আমার উদ্দেশে করিলা ? “ তাহী নহে, কিন্তু তোমরা মোলক নামে দেবতার “তায়ু, এবং আপনাদের রিস্ফন নামে দেবতার নক্ষত্র, “এই যে প্রতিমূৰ্ত্তি সেবার্থে নিৰ্মাণ করিল, তাহ s“ঠাইয়া লইলা ; অতএব আমি তোমাদিগকে বাবি“লের ওপারে লইয়। যাইব ।’ আরও যে নিদর্শন দে 390 Nలిన 8 × 8之 8 vరి 8 8