পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ । N9షి খিয়াছ, তদনুসারে আবাস নিৰ্ম্মাণ কর, যাহার বিষয়ে ঈশ্বর মূসাকে এ কথা কহিয়াছিলেন, সেই তাহার নিৰূপিত সাক্ষ্যস্বৰূপ আবাস আমাদের পিতৃগণের সঙ্গে ৪ ৫ মহাপ্রান্তরে ছিল । পরে তাহীদের বংশজাত অামাদের পূৰ্ব্বপুরুষেরা যিহোশূয়ের সময়ে তাহ লইয়া গিয়া, যাহাদিগকে ঈশ্বর আমাদের পিতৃগণের সাক্ষাৎহইতে দূর করিয়াছিলেন, সেই ভিন্ন দেশীয়দের অধিকারেতে অগনিলে পর ঐ অণবাস দায়দের অধিকার পর্যন্ত 2、 ৪৬ (সে স্থানে) ছিল। ঐ দায়ুদ ঈশ্বরের অনুগ্রহ পাইয়৷ যাকুবের ঈশ্বরের নিমিত্তে এক বাসস্থান নিৰ্ম্মাণ ক৪৭ রিতে বাঞ্ছা করিল ; কিন্তু সুলেমান তাহার জন্যে এক ৪৮ মন্দির নিৰ্ম্মাণ করিল । তথাপি সৰ্ব্বোপরিস্থ যিনি, তিনি যে কোন হস্তকৃত মন্দিরে বাস করেন, এমন ৪৯ নয়। ভবিষ্যদ্বক্তা এই কথা কহে, যথা, “পরমেশ্বর “কছেন, স্বৰ্গই আমার সিংহাসন, ও পৃথিবী আমার “ পাদপীঠ ; তবে তোমরা আমার নিমিত্তে কি ৰূপ ৫ • “গৃহ নিৰ্ম্মাণ করিব ? ও আমার বিশ্রামস্থান কি ? এ “ সকল বস্তু কি আমার হস্তকৃত নয় ?” ৫ ১ অরে অনাজ্ঞাবহ এবং অন্তঃকরণে ও শ্রবণে দুষ্ট লোক সকল, তোমরা অনবরত পবিত্র আত্মার প্রতিকুলাচরণ করিতেছ ; তোমাদের পূর্বপুরুষেরা যেমন, ৫২ তোমরাও তেমনি । তোমাদের পূর্বপুরুষেরা কোন ভবিষ্যদ্বক্তাকে তাড়ন। না করিয়াছে ? যাহারা ঐ ধাৰ্মিক ব্যক্তির আগমনের কথা কহিয়াছিল, তাহাদিগকে বধ করিয়াছে ; এবং তোমরা এখন তাহাকে ৫৩ পরহস্তগত করিয়া বধ করিলা । আর স্বর্গদূতগণদ্বারা ব্যবস্থা পাইলেও তাহ পালন কর না । 391