পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৯২ প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। [৮ অধ্যায়। এই কথা শুনিয় তাহার হৃদয়ে বিদ্ধ হইয়। তাহার প্রতি দন্তঘর্ষণ করিল । কিন্তু স্তিফান পবিত্র আত্মাতে পূর্ণ হইয় আকাশের প্রতি স্থির দৃষ্টি করিয়া ঈশ্বরের তেজ এবং ঈশ্বরের দক্ষিণে দণ্ডায়মান যীশুর দশন পাইয়া কহিল, দেখ, মেঘের দ্বার মুক্ত ও মনুষ্যপুত্রকে ঈশ্বরের দক্ষিণে দণ্ডায়মান দেখিতেছি । তখন তাহার। উচ্চৈঃস্বর করিয়া কর্ণেতে অঙ্গুলি দিয়া একচিত্ত হইয় তাহার উপরে আক্রমণ করিল । অবশেষে তাহাকে নগরের বহির্গত করিয়া প্রস্তারাঘাত করিল ; এবং সাক্ষি লোকের শোল নামে এক যুবকের চরণের নিকটে আপনাদের বস্ত্র রাখিল । পরে হে প্রভে যীশু, অ|মার আত্মাকে গ্রহণ কর । স্তিফণনের এই প্রার্থনার কথ। কহিবার সময়ে তাহারণ তাহাকে প্রস্তরণঘাত করিতে লাগিল । তাহাতে সে হাটু পাতিয়া উচ্চৈঃস্বরে চেচাইয়া, হে প্রভো, ইছাদের এই পাপের দণ্ড দিও না ! ইহা বলিয়া মহানিদ্র। প্রাপ্ত হইল। আর তাহার হত্য করণেতে শোলও সম্মত ছিল । ৮ অধ্যায় । ১ তাড়নাদ্ধারা মণ্ডলীর লোক ছিন্নভিন্ন হইলে শোমিরোণ নগরে ফিলিপের গমন ও সেখানে অনেক আশ্চৰ্য্য ক্রিয় করণ ১ ও মায়াবি শিমোনের বিশ্বাস করণ ১৪ ও টাকাদ্ধার পবিত্র আত্মা ক্রয় করিতে চেষ্টা করণে শিমোনের দোষ ২১ ও ফিলিপের ও কৃশ দেশীয় কৃতনপুংসকের বিবরণ। আর সেই সময়ে যিৰূশালম নগরস্থ মণ্ডলীর প্রতি বড় তাড়ন হওয়াতে প্রেরিত লোক ভিন্ন অন্য সকলেই যিহুদী ও শোমিরোণ দেশের নানা স্থানে ছিন্নভিন্ন হইয়া গেল । এবং ভক্ত লোকের ঐ স্তিফানকে কবর 392 Go 8 6 (t ৫ ৬ C ○ ケ @部 V తి R