পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○、○ প্রেরিতদের ক্রিয়ার বিবরণ । [৯ অধ্যায়। ছিল, নিবেদন করি, ভবিষ্যদ্বক্ত। এই যে কথা কহিল, এ কি আপনার বিষয়ে, না অন্য কাহারে বিষয়ে ? তাহাতে ফিলিপ সেই প্রকরণবিধি আরম্ভ করিয়৷ ষী- ৩৫ শুর উপাখ্যান তাহার কাছে প্রস্তাব করিল । এই ৩৬ ৰূপে পথে যাইতেই এক জলাশয়ের নিকটে উপস্থিত হইলে নপুংসক কহিল, দেখ, এ স্থানে জল আছে; আমার বাস্তাইজিত হওনের বাধ। কি ? তাহাতে ফি- ৩৭ লিপ উত্তর করিল, সমস্ত অন্তঃকরণের সহিত যদি প্রত্যয় কর, তবে বাধা নাই ; তাহাতে সে কহিল, যীশু খ্ৰীষ্ট যে ঈশ্বরের পুত্র, ইহা প্রত্যয় করিতেছি । তখন ৩৮ সে রথ স্থগিত রাখিতে অণজ্ঞা করিল, এবং ফিলিপ ও নপুংসক উভয়ই জলে নামিলে ফিলিপ তাহাকে বাপ্তাইজিত করিল । পরে জলহইতে উঠিলে পর প- ৩৯ রমেশ্বরের আত্মা ফিলিপকে হরণ করিয়া লইয়া গেলেন ; তাহাতে নপুংসক তাহাকে আর দেখিতে পাইল না; তথাপি হৃষ্টচিত্ত হইয় আপন পথে চলিয়৷ গেল। কিন্তু ফিলিপ অস্দোদ নগরেতে উপস্থিত হই- ৪ • য়৷ তথাহইতে কৈসরিয়া নগরে উত্তরণ কাল পর্যন্ত সমস্ত নগরে সুসমাচার প্রচার করিতেই গমন করিল ৷ ৯ অধ্যায় । ১ দমেষক নগরে খ্ৰীষ্টীয়ান লোকদিগকে তাড়ন করিতে শৌলের গমন ও পথের মধ্যে গ্রীষ্টের দর্শন পাওন ১০ ও অননিয়ের দ্বারা তাহার চক্ষুদান ও বাপ্তিস্ম ১৯ ও পৌলের দ্বারা ভজনালয়ে খ্ৰীষ্টের সুসমাচার প্রচার করণ ২১ ও তাহার প্রতি যিহুদীয়দের বিপক্ষভা ৩১ ও মণ্ডলীর শান্তির বিষয় ৩২ ও পিতরের ঐ নেয়কে সুস্থ করণ ৩৬ ও পিত্তরের দ্বারা দর্কাকে জীবন দান। এই সময় পৰ্যন্ত শেল প্রভুর শিষ্যদের প্রতিকূলে ১ শাস্তি ও বধের কথ। গৰ্জ্জন করিয়৷ এই মতাবলম্বি যে ২ 396