পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nరి 8 (t ৯ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। "నిసి কোন স্ত্রীর কি পুরুষের দেখা পায়, তাহাদিগকে যেন ধরিয়৷ বান্ধিয়। যিৰূশালমে আনে, এই অাশয়েতে মহাযাজকের নিকটে যাইয়া দন্মেষক নগরীয় সভা সকলের প্রতি পত্র চাহিল । পরে যাইতে২ দম্মেষক নগরের নিকটে উপস্থিত হইলে পর অকস্মাৎ আকাশহইতে তেজ তাহার চতুর্দিগে আলো করাতে সে ভূমিতে পড়িল ; পরে ‘হে শোল, হে শোল, আমাকে কেন তাড়ন করিতেছ?” আপনার প্রতি উক্ত এই একটি রব শুনিয়া সে জিজ্ঞাসিল, হে প্রভো, অণপনি কে? তখন প্রভু কহিলেন, যে যীশুকে তুমি তাড়ন করিতেছ সেই আমি ; কণ্টকের মুখে পদাঘাত করা ৬ তোমার দুষ্কর ৷ তখন সে কম্পবান ও বিস্ময়াপন্ন হ ইয়। কহিল, হে প্রভো, আমাকে কি করিতে হইবে ? আপনকার ইচ্ছা কি ? তাহাতে প্রভু আজ্ঞা করিলেন, উঠিয়া নগরে যাও, তাহাতে তোমাকে কি করিতে হইবে, তাহ বলা যাইবে । আর তাহার সঙ্গি লোকেরাও এই রব শুনিল, কিন্তু রব শুনিয়। কাহাকেও ৮.না দেখিতে পাইয়। স্তব্ধ হইয়। থাকিল। পরে শোল సి X o ভূমিহইতে উঠিয়া চক্ষু মেলিয়া কাহাকেও দেখিতে পারিল না ; তখন লোকের তাহার হস্ত ধরিয়া দন্মেষক নগরে অনিল । তাহাতে সে তিন দিন পৰ্য্যন্ত অন্ধ হইয়া ভোজন পান কিছুই করিল না । তদনন্তর প্রভু ঐ দন্মেষক নগরবাসি আননিয় নামে এক শিষ্যকে দর্শন দিয়৷ ডাকিলেন, হে আননিয় ! তাহাতে সে উত্তর করিল, হে প্রভো, আমি উপস্থিত ১১ আছি । তখন প্রভু তাছাকে আজ্ঞা করিলেন, তুমি উঠিয়া সোজ নামক পথে গিয়৷ যিহুদার বাটতে তার্ষ 397