পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায় ।] প্রেরিত দের ক্রিয়ীর বিবরণ। NSSS ২১ তাহাতে তাবৎ শ্রেণত চমৎকৃত হইয়া কহিল, যে জন যিৰূশালম নগরে এই নামে প্রার্থনাকারি লোকদের বিনাশ করিল, এবং এমত লোকদিগকে বন্ধন করিয়া প্রধান যাজকদের নিকটে লইয়। যাইবার আশয়েতে এ ২২ স্থানেও আইল, সেই জন কি এই নছে ? কিন্তু শোল উত্তরোত্তর উৎসাহুযুক্ত হইয়া যীশু যে অভিষিক্ত ত্রাতা, তদ্বিষয়ে প্রমাণ দিয়া দন্মেষক নিবাসি যিহুদীয় ২৩ লোকদিগকে অপ্রতিভ করিল। এই প্রকারে বহু দিন গত হইলে পর যিহুদীয় লোকেরা তাহাকে বধ করি২৪ বার মন্ত্রণা করিল ; কিন্তু শোল তাহদের এই মন্ত্রণার অনুসন্ধান পাইল । পরে তাহার। তাহাকে বধ করিবার অপেক্ষাতে দিবারাত্রি গুপ্তৰূপে নগরদ্বারে থাকিল । ২৫ তাহাতে শিষ্যগণ রাত্ৰিযোগে তাহাকে লইয়া একটি বুড়ীতে করিয়া প্রাচীর দিয়া নামাইয়া দিল । ২৬ পরে শোল যিন্ধশালমে উপস্থিত হইয়া শিষ্যবর্গের সঙ্গে থাকিতে চেষ্টা পাইল ; কিন্তু সকলে তাহাকে ভয় করিল, এবং সে যে শিষ্য, ইহা প্রত্যয় করিল না । ২৭ এ কারণ বর্ণবর। তাহাকে লইয়। প্রেরিতদের নিকটে আসিয়া পথের মধ্যে প্রভু কি ৰূপে তাহাকে দর্শন দিয়া যে ২ কথা কহিয়াছিলেন, এবং সে কেমন স:হসী হইয়া দন্মেষক নগরে যীশুর নাম প্রচার করিয়াছিল, এ সমস্ত বৃত্তান্ত তাহাদিগকে জ্ঞাত করিল ৷ ২৮ এবং শোল যিৰূশালমে তাহদের সঙ্গে গমনাগমন করিয়া নিৰ্ভয়েতে প্রভূ যীশুর নাম প্রচার করিতে লা২৯ গিল । তাহাতে অন্য দেশ প্রবাসি লোকদের সহিত বিবাদ উপস্থিত হওয়াতে তাহারা তাহাকে বধ করিতে ৩° চেষ্টা করিল। কিন্তু ভ্রাতৃগণ তাহ জানিতে পাইয়া 399