পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায়।] মথিলিখিত সুসমাচার। \לס ৪০ আর যে কেহ তোমাদিগকে অতিথি করে, সে আমাকে অতিথি করে ; এবং যে কেহ আমাকে অতিথি করে, সে ৪ ১ আমার প্রেরণ কর্তাকে অতিথি করে, । আর যে কেহ ভবিষ্যদ্বক্ত। জ্ঞানে ভবিষ্যদ্বক্তাকে অতিথি করে, সে ভবিষ্যদ বক্তার ফল পাইবে; এবং যে কেহ ধাৰ্ম্মিক জ্ঞানে ধাৰ্ম্মিককে অতিথি করে, সে ধাৰ্ম্মিক মনুষ্যের ফল পাইবে । ৪২ আর যে কেহ এই ক্ষুদ্র লোকদের মধ্যে কোন এক জনকে শিষ্য জ্ঞানে এক বাটী শীতল জল পান করিতে দেয়, আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, সে কোন প্রকারে আপন ফলে বঞ্চিত হইবে না । o ১১ অধ্যায় । ১ সুসমাচার প্রচার করিতে গ্রীষ্টের যাত্রা ২ ও গ্রীষ্টের প্রতি যোহনের শিষ্যদিগকে প্রেরণ ৭ ও যোহনের বিষয়ে স্ত্রীষ্টের সাক্ষ্য ১৬ ও যোহন ও গ্রীষ্টের বিষয়ে লোকদের বিতর্ক ২০ ও কোরাশীন প্রভূতি নগরের বিষয়ে গ্রীষ্টের বিলাপ ২৫ ও পিতা পরমেশ্বরের প্রতি খ্রীষ্টের ধন্যবাদ ২৮ ও ভারাক্রান্ত লোকদের প্রতি আহ্বান। ১ এই ৰূপে যীশু আপন দ্বাদশ শিষ্যের প্রতি আজ্ঞ সমাপ্ত করিয়া নগরেই উপদেশ দিতে ও সুসমাচার প্রচার করিতে সে স্থানহইতে প্রস্থান করিলেন । ২ পরে যোহন কারাগারে থাকিয় খ্রীষ্টের কৰ্ম্মের সংবাদ পাইয় আপনার দুই শিষ্যকে তাহার নিকটে এমত ৩ কহিতে পাঠাইল, র্যাহার আগমনের অপেক্ষাতে আছি, তুমি কি সেই জন ? কি আমরা অন্যের অপেক্ষাতে থাকিব? ৪ যীশু উত্তর করিলেন, তোমরা যাও, এবং এই যে সকল শুনিতেছ ও দেখিতেছ, তাহার সংবাদ যোহনকে দেও ! ৫ অন্ধের। দেখিতেছে, ও খঞ্জের চলিতেছে, ও কুষ্ঠির পরিস্কৃত হইতেছে, ও বধিরেরা শ্রবণ করিতেছে, ও মৃতের উত্থাপিত হইতেছে, ও দরিদ্রদের নিকটে সুসমাচার প্রচার 31