পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 оо প্রেরিত দের ক্রিয়ীর বিবরণ। [৯ অধ্যায় । তাহাকে কৈসরিয়া নগরে লইয়া গিয়া তীর্ষ নগরে পাঠাইয়া দিল । এমন হইলে যিহুদী ও গালীল এবং শোমিরোণ দে- ৩১ শীয় মণ্ডলী সকল বিশ্রাম পাইলে তাহদের নিষ্ঠ হইতে লাগিল ; আর প্রভুর প্রতি ভয়েতে এবং পবিত্র আত্মার সাম্ভুনাতে কালক্ষেপ করিয়া বহুসংখ্যক হইতে লাগিল । তদনন্তর পিতর স্থানে২ ভ্রমণ করিয়া অবশেষে লো ৩২ নগর নিবাসি পবিত্র লোকদের নিকটে উপস্থিত হইলে সে স্থানে পক্ষাঘাত ব্যাধিতে অষ্ট বৎসরাবধি ৩৩ শয্যাগত ঐনেয় নামে এক মনুষ্যের সাক্ষাৎ পাইয়া তাহাকে কহিল, হে ঐনেয়, যীশু খ্ৰীষ্ট তোমাকে সুস্থ ৩৪ করিলেন ; তুমি উঠিয়া আপনার শয্যা রাখ ; ইহা বলিবামাত্র সে উঠিল । এ ৰূপ দর্শন করাতে লোদ ৩৫ ও শারোণ নিবাসি লোকের প্রভুর প্রতি মনঃপরিবর্তন করিল ৷ অপর ভিক্ষা দানাদি নানা সুক্ৰিয়াতে নিত্য নিবি- ৩৬ ষ্টা, এমন যে যাফে নগর নিবাসিনী টাবিথা অর্থাৎ দক (হরিণী) নামে শিষ্যা, সে সেই সময়ে পীড়িত। ৩৭ হইয়া প্রাণত্যাগ করিল । তাহাতে লোকের। তাছাকে ধৌত করিয়া উপরিস্থ কুঠরীতে শয়ন করাইয়। রাখিল । আর যাফোর নিকটবৰ্ত্তি লোদ নগরে পিতর ৩৮ আছেন, এই সংবাদ পাইয়া শিষ্যগণ দুই মনুষ্যদ্বার তাহাকে অবিলম্বে আসিতে বিনতি করিয়া পাঠাইল । তাহাতে পিতর উঠিয় তাহাদের সহিত গেল ; তথায় ৩৯ উপস্থিত হইয়া উপরিস্থ কুঠরীতে আনীত হইলে বি প্ৰব৷ সকল আপনাদের সঙ্গে থাকনের সময়ে দকীকৃত 400