পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। 3o@ সিয়াছ, ইহা উত্তম করিয়াছ । ঈশ্বর যে সকল প্রসঙ্গ করিতে আগজা দিয়াছেন, তাহ শুনিতে আমরা সকলে সম্প্রতি ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত আছি । ৩৪ তখন পিতর এই কথা কহিতে লাগিল ; ঈশ্বর ম৩৫ নুষ্যদের মুখাপেক্ষ না করিযা, যে কোন দেশীয় লোক হউক, যে জন তাহাকে ভয় করিয়া সৎকৰ্ম্ম করে, সে র্তাহার গ্রাহ্য হয়, ইহার নিশ্চয় উপলব্ধি ৩৬ পাইলাম । সকলের প্রভু যে যীশু খ্ৰীষ্ট, তাহাদ্বারা ঈশ্বর ইসায়েল বংশদের নিকটে যে সুসমাচার প্রেরণ ৩৭ করিয়৷ সন্মিলনের সংবাদ প্রচার করিলেন, সেই উপদেশ তোমরা শুনিয়া থাকিবা, যেহেতুক যোহনের বাপ্তিস্ম প্রচার হইলে পর তাহা গালীল দেশাবধি ৩৮ সমুদয় যিহুদা দেশেতে ব্যাপিল । ফলতঃ নাসরতীয় বীশু ঈশ্বরকতৃক পবিত্র আত্মাতে ও ক্ষমতাতে অভিষিক্ত হইয়। স্থানেই ভ্রমণ পূর্বক সুক্ৰিয়া করিয়া শয়তানদ্বারা ক্লিষ্ট তাবৎ লোককে সুস্থ করিলেন, এবং ৩৯ ঈশ্বর তাহার সহায় ছিলেন ; এবং যিহুদীয়দের দেশে ও যিৰূশালম নগরে যে২ কৰ্ম্ম করিয়াছিলেন, সে সকলের সাক্ষী আমরা হইতেছি । আর লোকেরা ত|৪• হাকে ক্রুশে বিদ্ধ করিয়া বধ করিল; কিন্তু তৃতীয় দিবসে ঈশ্বর র্তাহার উথান করাইয় প্রকাশ ৰূপে র্তা৪১ হাকে দেখাইলেন ; সকল লোকের নিকটে এমন নয়, কিন্তু তাহার কবরহইতে উত্থান হইলে পর তাহার সহিত ভোজন পান করিলাম, এমন ঈশ্বরের পূৰ্ব্বমনোনীত সাক্ষী যে আমরা, আমাদের নিকটে প্রকাশ ৪২ করিলেন । আর জীবিত ও মৃত উভয় লোকদের বি চার করিতে ঈশ্বর র্যাহণকে নিযুক্ত করিয়ছেন, তিনি 405