পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8のS) প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। [১১ অধ্যায় । সেই ব্যক্তি, এই কথা লোকদের প্রতি প্রচার করিতে এবং তদ্বিষয়ে প্রমাণ দিতে অণমাদিগকে তিনি আজ্ঞ দিলেন । আর ‘যে জন তাহাতে বিশ্বাস করে, সে র্তাহার নামের গুণেতে পাপহইতে মুক্ত হইবে, র্তাহার বিষয়ে তাবৎ ভবিষ্যদ্বক্তাও এমন সাক্ষ্য দিয়৷ আসিতেছে । পিতরের এই কথা কহন কালে সকল শ্রোতাদের উপরেতেই পবিত্র আত্মা নামিলেন । তাছাতে পিতরের সঙ্গে আগত ত্বকছেদবিশিষ্ট বিশ্বাসকারি লোকেরা, অন্যদেশীয়দিগকে পবিত্র আত্মাৰূপ দান বিতরণ হইতেছে, এবং তাহারা নানাজাতীয় ভাষাতে কথা কহিয়৷ ঈশ্বরের প্রশংসা করিতেছে, এই সকল দেখিয়৷ শুনিয়া বিস্ময়াপন্ন হইল । তখন পিতর কহিল, তামদের ন্যায় যাহারা পবিত্র আত্মা প্রাপ্ত হইয়াছে, তাহাদের জলবাপ্তিস্ম কি কেহ নিষেধ করিতে পারে ? তাহাতে প্রভুর নামে বাপ্তাইজিত হইতে তাহাদিগকে আজ্ঞা দিল । পরে তাহারা আপনাদের সহিত কিছু দিন থাকিতে তাহাকে সাধ্য সাধন করিতে লাগিল । ১১ অধ্যায় । ১ অত্যকৃছেদিদের নিকটে সুসমাচার প্রচারকারি পিতরের প্রতি আকৃছেদিদের অনুযোগ ও তাহাদের প্রতি তাহার উত্তর ১৯ ও আন্তিয়থিয় নগরে বর্ণকাকে প্রেরণ ২৫ ও শৌলের অন্বেষণে বণবার তার্ষ নগরে গমন ২৭ ও দুৰ্ভিক্ষ প্রযুক্ত বর্ণকা ও শৌলদ্ধার যিরশালমে অর্থ প্রেরণ । এই ৰূপে ভিন্নদেশীয় লোকেরাও ঈশ্বরের বাক্য গ্রহণ করিয়াছে, এই সমাচার প্রেরিতের এবং যিহু 8 Nう 8 8 3 (r 8 V, 8 영 8 b~ X. দ। দেশস্থ ভ্রাতৃবর্গ শুনিতে পাইল । তাহাতে পিতর ২ 406