পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ১১ অধ্যায়।] প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ । ’ 8ol যিন্ধশালম নগরে গমন করিলে পর ত্বকছেদি লোকেরা ৩ তাহার সহিত বিবাদ করিয়া কহিল, তুমি অত্বকছেদি 3 লোকদের গৃহে প্রবেশ করিয়া তাহাদের সহিত একত্র ভোজন করিয়াছ । তাহাতে পিতর ক্রমে ২ আগদ্যোপান্ত ৫ ঐ বৃত্তান্তের কথা বুঝাইয়া কহিতে লাগিল ; যাফে ন গরে এক দিন আমি প্রার্থনা করিতে ২ অকস্মাৎ অভিভূত হইলে এক দর্শনেতে চারি কোণে ঝুলান বড় এক বস্ত্রের ন্যায় একটি পাত্র আকাশহইতে নামিয়। অামার নিকটে অসিতে দেখিলাম। পরে তাহার প্রতি একদৃষ্টিতে অবলোকন করিয়া তন্মধ্যে নানা প্রকার গ্রাম্য ও বন্য পশু এবং উরোগ মী ও খেচর সকল సి У о > No দেখিতে পাইলাম ; এবং ‘হে পিতর, উঠিয়া বধ করিয়া ভোজন কর, অামাকে সম্বোধন করিয়া কহিতে এমন একটি রবও শুনিতে পাইলাম । তাছাতে আমি উত্তর করিলাম, হে প্রভো, এমন না হউক ; যেহেতুক কোন নিষিদ্ধ কি অশুচি সামগ্ৰী আমার মুখমধ্যে কখনো প্রবিষ্ট হয় নাই । তাহাতে ঈশ্বর যাহা শুচি করিয়াছেন, তাহা তুমি নিষিদ্ধ জ্ঞান করিও না, দ্বি তীয় বার অামার প্রতি এমন আকাশবাণী হইল । তিন বার এই ৰূপ হইলে সে সমস্ত পুনর্বার আকাশে ১১ আকৰ্ষিত হইয় গেল । পরে কৈসরিয়া নগরহইতে তিন জন আমার নিকটে প্রেরিত হইয়া যে বাটীতে আমি ১২ ছিলাম, ঐ সময়েই তথায় উপস্থিত হইল । তাহাতে নিঃসন্দেহ ৰূপে তাহদের সহিত যাইতে আত্মা অামাকে আজ্ঞা দিলেন । পরে আমার সহিত এই ছয় জন ভ্রাতা গমন করিলে আমরা সেই মনুষ্যের গৃহে প্রবেশ করিলাম । সে আমার নিকটে এই নিবেদন করিল, 407