পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ । 3?? ৯ ত্রীয় বস্ত্র গাত্ৰেতে দিয়৷ আমার পশ্চাৎ অণইস । তাহাতে পিতর তাছার পশ্চাৎ গমন করিয়া বাহিরে গেল ; কিন্তু দৃতদ্বারা এ কৰ্ম্ম হইতেছে, ইহা যে সত্য, এমন ১ • বুঝিতে ন পারিয়া স্বপ্ন জ্ঞান করিল । এই মতে প্রথম ও দ্বিতীয় কারা লঙ্ঘন করিয়৷ যে লৌহনিৰ্ম্মিত দ্বার দিয়া নগরে যাওয়া যায়, তন্নিকটে উপস্থিত হইলে তাহার কপাট আপন আপনি খুলিয়া গেল ; তাছাতে তাহারণ তথাহইতে বহির্গত হইয়া এক পথ ধরিয়। গমন পূৰ্ব্বক সে পথ ছাড়াইলে পর অকস্মাৎ ঐ দৃত ১১ পিতরকে ত্যাগ করিল । তখন সে চেতন পাইয়। কছিল, নিজ দূতকে প্রেরণ করিয়া পরমেশ্বর হেরোদের চেষ্টা এবং যিহুদীয় লোকদের সমস্ত আশা বৃথা করিয়া অামাকে উদ্ধার করিলেন, ইহা নিশ্চয় জানিলাম । ১২ পরে সে বিবেচনা করিয়া মাক নামে বিখ্যাত যে যোহন, তাহার মাতা মরিয়মের বাটীতে চলিয়া গেল ; সেই স্থানে অনেকে একত্র হইয়। প্রার্থনা করিতেছিল। ১৩ অপর পিতর বহিৰ্দ্ধারে আঘাত করিলে রোদ নামী ১ ৪ এক বালিকা দেখিতে গেল । তাহাতে পিতরের স্বর শুনিয়া সে হর্ষযুক্ত হইয়া দ্বার না খুলিয়া, পিতর দ্বরে দাড়াইয়। অাছে, এই সংবাদ দিতে ভিতরে দেী১৫ ড়িয়া গেল । তাহাতে তাহারা কহিল, তুমি উন্মত্ত হইয়াছ ; কিন্তু সে দৃঢ়ৰূপে বলিতে লাগিল, না, এমনি হইয়াছে বটে ; তখন তাহারা কহিল, তবে তাহার দূত ১৬ হইবে । অপর পিতর দ্বারে আঘাত করিতে২ থাকিল, তাহাতে তাহার। দ্বার খুলিয়া পিতরকে দেখিয় বিস্ম১৭ য়াপন্ন হইল । তাছাতে পিতর নীরব হইয়া থাকিতে হস্তদ্বারা সঙ্কেত করিয়া পরমেশ্বর যে প্রকারে তাহাকে 4 ll