পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3S3. প্রেরি ভদের ক্রিয়ার বিবরণ। [১২ অধ্যায় । কারাগারহইতে উদ্ধার করিয়া আনিলেন, তাহার বৃত্তান্ত তাহাদিগকে জানাইল ; এবং যাইয়া যাকুব প্রভৃতি ভ্রাতৃগণকে এই সমাচার দেও, ইহা কহিয়া প্রস্থান করিয়া স্থানান্তরে গেল । তদনন্তর রাত্রি প্রভাত হইলে পর, পিতর কোথায় গেল, ইহার বিষয়ে প্রহরিগণের মধ্যে বড় কলহ হইতে লাগিল । এবং অনু সন্ধান করিলে পর হেরোদ তাহার উদেশ না পাওয়াতে রক্ষকদিগকে জিজ্ঞাসাবাদ করিয়। তাহদের প্রাণদণ্ড করিতে আজ্ঞা দিল ; পরে সে যিহুদা দেশহইতে কৈসরিয়৷ নগরে প্রস্থান করিয়া তথায় অবস্থিতি করিল। তৎকালে হেরোদ সোর ও সীদোন দেশীয় লোকদের সহিত যুদ্ধ করিতে মনস্থ করিল, কিন্তু তাহার। এক পরামর্শে তাহার নিকটে উপস্থিত হইয়া ব্রাস্ত নামক তাহার বস্ত্ৰগৃহাধ্যক্ষকে সহায় করিয়া হেরোদের সছিত সন্ধি প্রার্থনা করিল, কেননা ঐ রাজার দেশদ্বার। তাহদের দেশের ভরণপোষণ হইত। অতএব এক নিৰূপিত দিবসে হেরোদ রাজবস্ত্র পরিধান পূৰ্ব্বক সিংহাসনে বসিয়। তাহীদের প্রতি কথা প্রস্তাব করিল। > ケ* X > R • & 5 তাহাতে লোকেরা উচ্চৈঃস্বরে উত্তর করিল, এ মানু- ২২ ষের রব নহে, দেবতার রব । তখন হেরোদ ঈশ্বরের ২৩ সন্মান করিল না, এই জন্যে পরমেশ্বরের দৃত হঠাৎ তাহাকে প্রহার করিল ; তাহাতে সে কীটদ্বারা ক্ষয় প্রাপ্ত হইয়। প্রাণত্যাগ করিল। কিন্তু ঈশ্বরের কথ। ২৪ দেশ ব্যাপিয়া প্রবল হইল । আর বর্ণবরা এবং শোল ২৫ যে কৰ্ম্মের ভার পাইয়াছিল, তাহ সম্পন্ন করিলে পর মার্ক নামে বিখ্যাত যে যোহন, তাহাকে সঙ্গে লইয়া যিৰূশালম নগরহইতে ফিরিয়া গেল । 412