পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8〉● প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [১৩ অধ্যায়। মাকে কোন ব্যক্তি জ্ঞান কর ? অামি (খ্ৰীষ্ট) নহি ; কিন্তু দেখ, র্যাঙ্গার পদের পাদুকার বন্ধন খুলিতেও আমি যোগ্য নহি, এমন এক জন আমার পশ্চাৎ অগসিতেছেন ৷” হে ইব্রাহীমের বংশজ ভ্রাতৃগণ, তোমাদের মধ্যে ২৬ যত লোক ঈশ্বরকে ভয় করে, তাহাদের এবং তোমাদের নিকটে এই পরিত্রাণের কথা প্রেরিত হইয়াছে । যিৰূশালম নিবাসিরা এবং তাহাদের অধ্যক্ষেরা তা- ২৭ হার পরিচয় না পাওয়াতে প্রতিবিশ্রামবারে পাঠ্য যে ভবিষ্যদ্বক্তৃগণের বচন, তাহার অভিপ্রায় ন বুঝিয়া, র্তাহার দণ্ডাজ্ঞ করণেতে সে বচন সফল করিয়াছে, এবং প্রাণদণ্ডের কোন হেতু ন পাইলেও পালাতের ২৮ নিকটে র্তাহার বধ প্রার্থনা করিয়াছে । এবং তাহার ২৯ বিষয়ে যে সকল কথা লিখিত আছে, তদনুসারে কৰ্ম্ম সম্পন্ন করিয়। তাছাকে ক্রুশহইতে নামাইয়। কবরেতে শয়ন করাইয়াছে । কিন্তু ঈশ্বর কবরহইতে র্তাহার ৩০ উত্থাপন করিয়াছেন ; এবং গালীল প্রদেশহইতে যি- ৩১ ৰূশালম নগরে তাহার সহিত যে সকল লোক আসিয়াছিল, তিনি অনেক দিন পৰ্য্যন্ত তাহাদিগকে দর্শন দিয়াছেন ; অতএব তাহার লোকদের কাছে র্তাহার সাক্ষী আছে । আর “ তুমি আমার পুত্র, অামি ৩২ “ অদ্য তোমাকে উথাপিত করিলাম,” এই যে বচন দ্বিতীয় গীতে লিখিত আছে, তদনুসারে ঈশ্বর যীশুকে ৩৩ উঠাইয়। আমাদের পূর্বপুরুষদের কাছে যে প্রতিজ্ঞ করিয়াছিলেন, তাহীদের সন্তান যে আমর, অামাদের নিকটে তাহ প্রত্যক্ষ করিয়াছেন, তোমাদিগকে এই সুসমাচার জ্ঞাত করিতেছি । ঈশ্বর তাহাকে কবরহই ৩৪ 4 16