পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। 8 ఏ ১৪ অধ্যায় । ১ ইকনিয় নগরে বণৰ্বা ও পৌলকে তাড়ন করণ ৮ ও লুন্ত্র নগরে এক খণ্ড মনুষ্যকে সুস্থ করণ ও তৎপ্রযুক্ত বর্ণন্দ্র ও পৌলকে পূজা করণে লোকদের উদ্যত হওন ১৯ ও পৌলের প্রস্তুরাঘাতহইতে রক্ষা পাওন এবং তাহার ও বর্ণঝার নানা দেশ ভূমণ ও মণ্ডলীর লোকদিগকে স্থির করণ ও অন্তিয়থিয়া মণ্ডলীর প্রতি আপনাদের কর্মের সম্বাদ দেওন । তদনন্তর তাহারা দুই জন একেবারে ইকনিয় নগরস্থ যিহুদীয়দের ভজনালয়ে যাইয়া যাহাতে অনেক২ যিহুদীয় ও অন্যদেশীয় লোক বিশ্বাস করিল, এমন কথা কহিল । কিন্তু অবিশ্বাসকারী যিহুদীয়ের অন্যদেশীয় লোকদিগকে কুপ্রবৃত্তি দিয়া ভ্রাতৃগণের প্রতি তাহাদের বৈরিভাব জন্মাইয়া দিল । অতএব অগপনার অনুগ্রহ কথার প্রমাণ দিয়া তাহাদের হস্তদ্বারা অনেক লক্ষণ ও অদ্ভুত কৰ্ম্ম প্রকাশ করিলেন যে প্রভু, তাহার কথা সাহসপুৰ্ব্বক প্রচার করিয়া তাহার অনেক দিবস সে স্থানে অবস্থিতি করিল । কিন্তু কতক লোক যিহুদীয়দের পক্ষ ও কতক প্রেরিতদের পক্ষ হওয়াতে নগরের জনতার মধ্যে ভিন্নবাক্যত হইল । পরে অন্য দেশীয়েরা ও বিহুদীয়েরা এবং তাহাদের অধ্যক্ষের দৌরাত্ম্য করিয় তাহাদিগকে প্রস্তরণঘাত করিবার উদ্যোগ করিলে পর, তাহার। ইহার অনুসন্ধান পাইয়া লুকায়নিয়া দেশের অন্তঃপাতি লুন্ত্র। ও দবী এবং তাহার নিকটস্থ দেশে পলায়ন করিয়া সে স্থানে সুসমাচার প্রচার করিল ৷ তাহাতে উভয় চরণে চলৎশক্তিরহিত জন্মাবধি খঞ্জ কখনো গমন করে নাই, এমন যে এক মনুষ্য লুন্ত্র। নগরে ছিল, সে বসিয়া পোলের কথা শুনিতেছিল । 419