পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায়।] মথিলিখিত সুসমাচার। Nరి S) নিকটে বাঁশী বাজাইলাম, কিন্তু তোমরা নৃত্য করিলা না; এবং তোমাদের কাছে বিলাপ করিলাম, কিন্তু তোমরা মস্তকে করাঘাত করিলা না, এমন বালকের সহিত তাহ১৮ দের তুলনা হয় । কেননা যোহন আসিয়া ভোজন পান করিল না; তাহাতে লোকেরা বলিয়া থাকে, সে ভূতগ্রস্ত । ১৯ পরে মনুষ্যপুত্ৰ আসিয়া ভোজন পান করিলেন; তাহাতে বলিয়া থাকে, দেখ, এ এক জন ভোক্তা ও মদ্যপ, এবং চণ্ডাল ও পাপিলোকদের বন্ধু ; কিন্তু জ্ঞানির জ্ঞানের ব্যবহার নির্দোষ জানে । ২০ অপর তিনি যে২ নগরে অনেক অণশচর্য্য ক্রিয়া করিয়াছিলেন, তন্নিবাসিদের মনঃপরিবর্তন না হওয়াতে সেই ২১ সকল নগরকে হায়২ করিয়া কহিতে লাগিলেন । হায় ২ কোরাসীন, হায়২ বৈৎসৈদ ; তোমাদের মধ্যে যে২ আশ্চৰ্য্য কৰ্ম্ম করা গিয়াছে, সেই সকল কৰ্ম্ম যদি সোর ও সীদোন নগরে করা যাইত, তবে ইহার অনেক দিন পূর্বে তন্নিব সিরা চট পরিধান ও ভস্মলেপন করিয়া বসিয়া মন ২২ ফিরাইত । এই জন্যে আমি তোমাদিগকে কহিতেছি, বিচারদিবসে তোমাদের দশাহইতে সোর ও সীদোনের ২৩ দশা সহৃতর হইবে। অরে কফর্নাহুম, তুমি স্বৰ্গ পর্যন্ত উন্নত হইতেছ, কিন্তু নরক পর্যন্ত অধোগামী হইবা ; কেনন তোমাতে যে আশ্চৰ্য্য কৰ্ম্ম কর। গিয়াছে, তাহ। যদি সিদোম নগরে করা যাইত, তবে সে অদ্য পৰ্য্যন্ত থাকিত । ২৪ কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, বিচারদিনে তোমার দশাহইতে সিদোমের দশা সহৃতর হইবে । ২৫ ঐ সময়ে যীশু পুনশ্চ কহিলেন, হে স্বগ ও পৃথিবীর একাধিপতি পিতৃ, তুমি জ্ঞানবান ও বিদ্বান লোকদের নিকটে এই সকল কথ। প্রকাশ না করিয়৷ শিশুদের 33