পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 రి প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [১৪ অধ্যায়। ইতিমধ্যে পোল তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া তাহার ৯ সুস্থ হওনের বিশ্বাস বুঝিয়া উচ্চৈঃস্বরে কহিল, চরণে ১ : ভর করিয়া সোজা হইয়া দাড়াও ; তাহাতে সে লম্ফ দিয়া গতায়াত করিতে লাগিল । তখন লোকের পো- ১১ লের সেই কাৰ্য্য দেখিয়া লুকায়নীয় ভাষাতে উচ্চৈঃস্বরে এই কথা কহিতে লাগিল, দেবতার। মনুষ্যৰূপ ধারণ করিয়া আমাদের নিকটে নামিয়। আইলেন । এবং ১২ তাহারা বর্ণকাকে যুপিতর করিয়া বলিল, এবং পৌল প্রধান বক্তা, এই প্রযুক্ত তাহাকে মকুরিয় বলিল । পরে ঐ নগরের সম্মুখে স্থাপিত যুপিতর বিগ্রহের যা ১৩ জক বলদ ও পুষ্পের মালা নগরদ্বারের নিকটে আনিয়া লোকদের সহিত তাহাদিগের উদেশে উৎসগ করিয়া দিতে উদ্যত হইল । কিন্তু বর্ণব ও পৌল ১৪ প্রেরিত ইহার সংবাদ পাইয়। আপনাদের বস্ত্র ছিড়িয়া লোকদের মধ্যে বেগেতে প্রবেশ করিয়া উচ্চৈঃস্বরে কহিতে লাগিল, হে মহাশয়েরা, এমন কৰ্ম্ম কেন ১৫ কর । আমরাও তোমাদের মত সুখদুঃখভোগী মনুষ্য ; আর তোমরা এই সকল বৃথা কল্পনা ত্যাগ করিয়া, যিনি আকাশ ও পৃথিবী ও সমুদ্র ও তন্মধ্যস্থ সকলেরই সৃষ্টিকৰ্ত্তা, সেই অমর ঈশ্বরের প্রতি যেন ফির, এই জন্যে আমরা তোমাদের নিকটে সুসমাচার প্রচার করিতেছি । তিনি পূৰ্ব্বকালে তাবদেশীয় ১৬ লোকদিগকে আপন২ পথে চলিতে দিলেও তাহাদের হিতৈষী হইয়। আকাশহইতে জল বর্ষণদ্বার। নানা প্র- ১৭ কার শস্যোৎপত্তি করণ পূর্বক ভক্ষ্যেতে ও আনন্দেতে তোমাদেরও অন্তঃকরণ তৃপ্ত করিয়া সে সকল বস্তুকে তাণপনার সাক্ষিস্বৰূপ রাখিলেন । কিন্তু এ- ১৮ 420