পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। 8&。 তদ্রুপ কথা কহিলেও তাহণদের উদেশে বলিদান করণহইতে লোকসমূহকে প্রায় ক্ষান্ত করিতে পারিল না । ১৯ পরে তান্তিয়খিয়া ও ইকনিয় নগরহইতে কএক যিহুদীয় লোক আসিয়া লোকদিগকে সম্মত করিয়া পোলকে এমনি প্রস্তরাঘাত করিল, যে তাহাতে সে মরিয়াছে, ইহা বোধ করিয়া তাহাকে নগরের বাহি২ - রে টানিয়া লইয়া গেল । কিন্তু শিষ্যগণ তাহার চতুর্দিগে দাড়াইলে সে আপনি উঠিয়া পুনৰ্ব্বার নগরমধ্যে প্রবেশ করিল ; এবং পরদিনে বর্ণববার সহিত ২ ১ দবী নগরেতে গমন করিল । সে স্থানে সুসমাচার প্রচার করণ পূৰ্ব্বক অনেক লোককে শিষ্য করিলে পর তাহারা লুন্ত্রা ও ইকনিয় এবং আন্তিয়খিয়াতে ফিরিয়৷ ২২ গেল । এবং অনেক দুখভোগ পূর্বক ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হয়, ইহা কহিয়া ধৰ্ম্মপথে থাকিতে ২ ৩ বিনতি করিয়৷ শিষ্যগণের মনঃস্থির করিল । আর প্রত্যেক মণ্ডলীতে প্রাচীনগণকে নিযুক্ত করিয়া যে প্রভূতে তাহারা বিশ্বাস করিয়াছিল, তাহার হস্তে প্রার্থন ও উপবাস করণ পূর্বক তাহাদিগকে সমর্পণ করিল। ২৪ পরে পিষিদিয়া দেশের মধ্য দিয়া পম্ফুলিয়। দেশে ২৫ গমন করিয়া পর্গা নগরেতে সুসমাচার প্রচার করিয়া ২৬ অক্তালিয়া নগরে প্রস্থান করিল । তাহার পর তথাক্ষইতে সমুদ্রপথে যাত্রা করিয়া তাহার যে কৰ্ম্ম সম্পন্ন করিল, ঐ কৰ্ম্ম সাধনের নিমিত্তে যে স্থানে ঈশ্বরের অনুগ্ৰহেতে সমৰ্পিত হইয়াছিল, সেই অান্তিয়থিয়৷ ন২৭ গরেতে গেল । পরে তথায় উপস্থিত হইয়া তন্নগরস্থ মণ্ডলীকে একত্র করিয়া আপনাদের দ্বারা ঈশ্বর যে ২ কৰ্ম্ম করিয়াছিলেন, এবং যে প্রকারে ভিন্নদেশীয়দিগ 421