পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫ অধ্যায় ] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। 83 ○ ৬ তাহাতে প্রেরিতের ও প্রাচীনেরা এ কথা বিবেচন। ৭ করিতে সভাস্থ হইল । পরে অনেক বাদানুবাদ হইলে পিতর উঠিয়া কহিতে লাগিল; হে ভ্রাতৃগণ, ভিন্নদেশীয় লোকেরা যেন আমার প্রমুখাৎ সুসমাচার শ্রবণ করিয়া বিশ্বাস করে, এই জন্যে অনেক দিন হইল ঈশ্বর আমাদের মধ্যহইতে আমাকে মনোনীত করিয়া ল৮ ইলেন ; এবং অন্তর্যামি ঈশ্বর যেমন আমাদিগকে, তেমনি ভিন্নদেশীয়দিগকে পবিত্র অগত্বা প্রদান ক৯ রিয়া বিশ্বাসদ্বারা তাহদের অন্তঃকরণ পবিত্র করিয়া তাহাদের এবং আমাদের মধ্যে কিছু বিশেষ ন৷ রাখিয়া তাহদের বিষয়ে আপনি প্রমাণ দিলেন, ইহ ১ - তোমরা জ্ঞাত আছ । অতএব আমাদের পূর্বপুরুষেরা ও আমরা নিজে যে যোয়ালির ভার সহ করিতে পারিলাম না, তাহ সম্প্রতি শিষ্যগণের স্কন্ধে ১১ দিতে কেন ঈশ্বরের পরীক্ষা করিব ? প্রভূ যীশু খ্ৰীষ্টের অনুগ্ৰহেতে তাহারা যেমন, আমরাও তেমনি পরিত্রাণ পাইবার আশা করি । ১২ পরে বর্ণব ও পোলের দ্বারা ঈশ্বর ভিন্নদেশীয়দের মধ্যে কি২ আশ্চৰ্য্য এবং অদ্ভুত কৰ্ম্ম করিয়াছিলেন, তাহার বিবরণ তাহারা আপন মুখে বর্ণনা করিলে ১৩ সভাস্থ সকলেই নীরব হইয়া শুনিল ৷ অনন্তর তাহদের কথা সাঙ্গ হইলে পর যাকুব কহিতে লাগিল ; ১৪ হে ভ্রাতৃগণ, আমার কথাতে অবধান কর । ঈশ্বর আপন নামের জন্যে ভিন্নদেশীয় লোকদের মধ্যহইতে এক দল লোক গ্রহণ করিতে মনস্থ করিয়৷ কি প্রকারে প্রথমে তাহাদের প্রতি কৃপাবলোকন করিয়া ১৫ ছেন, তাহ শিমোন বর্ণনা করিল। পরন্তু ভবিষ্যদ্‌ 423